আন্তর্জাতিক ফুটবল বা ক্লাব ফুটবল, প্রায়ই দলে ত্রাতা হিসেবে কাজ করেন লিওনেল মেসি। পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে গতকাল তুলুজের বিপক্ষে মেসির গোলেই জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মেসির জন্য পিএসজিকে খেলতে বলছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের।
পিএসজির বিপক্ষে গতকাল পার্ক দে প্রিন্সে এগিয়ে গিয়েছিল তুলুজ। ২০ মিনিটে গোল করেন তুলুজ মিডফিল্ডার ফ্রাংকো ফন ডেন বুমেন। এরপর ৩৮ মিনিটে দলকে সমতায় ফেরান আশরাফ হাকিমি। কার্লোস সোলারের অ্যাসিস্টে গোল করেন পিএসজির এই ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধে মেসির পা থেকে আসে প্যারিসিয়ানদের সেই জয়সূচক গোল। ৫৮ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন মেসি। হাকিমির পাস থেকে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দুর্দান্ত এক শট করেন মেসি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় পিএসজি।
সতীর্থদের মেসির জন্য খেলার পরামর্শ দিয়েছেন গালতিয়ের। ম্যাচ শেষে পিএসজি কোচ বলেছেন, ‘দলকে আমি মেসির জন্য খেলতে বলছি। তাকে (মেসি) অবশ্যই কিছু কাজ থেকে মুক্ত করতে হবে। বল পুনরুদ্ধার ও গতি আনতে তার সতীর্থদের দ্বিগুণ কাজ করতে হবে। তাতে সে পাস খুঁজে পাবে। এমন ছোট পাস বর্তমান সময়ের ফুটবলে দুর্লভ।’
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরেকটু শক্ত করল পিএসজি। ২২ ম্যাচ শেষে প্যারিসিয়ানদের পয়েন্ট ৫৪। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মার্শেই।
আন্তর্জাতিক ফুটবল বা ক্লাব ফুটবল, প্রায়ই দলে ত্রাতা হিসেবে কাজ করেন লিওনেল মেসি। পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে গতকাল তুলুজের বিপক্ষে মেসির গোলেই জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মেসির জন্য পিএসজিকে খেলতে বলছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের।
পিএসজির বিপক্ষে গতকাল পার্ক দে প্রিন্সে এগিয়ে গিয়েছিল তুলুজ। ২০ মিনিটে গোল করেন তুলুজ মিডফিল্ডার ফ্রাংকো ফন ডেন বুমেন। এরপর ৩৮ মিনিটে দলকে সমতায় ফেরান আশরাফ হাকিমি। কার্লোস সোলারের অ্যাসিস্টে গোল করেন পিএসজির এই ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধে মেসির পা থেকে আসে প্যারিসিয়ানদের সেই জয়সূচক গোল। ৫৮ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন মেসি। হাকিমির পাস থেকে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দুর্দান্ত এক শট করেন মেসি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় পিএসজি।
সতীর্থদের মেসির জন্য খেলার পরামর্শ দিয়েছেন গালতিয়ের। ম্যাচ শেষে পিএসজি কোচ বলেছেন, ‘দলকে আমি মেসির জন্য খেলতে বলছি। তাকে (মেসি) অবশ্যই কিছু কাজ থেকে মুক্ত করতে হবে। বল পুনরুদ্ধার ও গতি আনতে তার সতীর্থদের দ্বিগুণ কাজ করতে হবে। তাতে সে পাস খুঁজে পাবে। এমন ছোট পাস বর্তমান সময়ের ফুটবলে দুর্লভ।’
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরেকটু শক্ত করল পিএসজি। ২২ ম্যাচ শেষে প্যারিসিয়ানদের পয়েন্ট ৫৪। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মার্শেই।
ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজের ফাইনালে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি রানও উঠছিল ধীর গতিতে। তবে আজিজুল হাকিম তামিম-কালাম সিদ্দিকীদের বাংলাদেশের এই অনূর্ধ্ব-১৯ দল যে অন্য ধাতুতে গড়া। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ প্রোটিয়াদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেড্র করলেই মিলবে চূড়ান্ত পর্বের টিকিট। এমন সমীকরণ নিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। প্রথমার্ধে নিজেদের মেলে ধরে দারুণভাবে। সমতায় রেখে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলে যায় সবকিছু। আফঈদা-সাগরিকারা হজম করতে থাকেন একের পর এক...
১ ঘণ্টা আগেপাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপক্ষীয় সিরিজ এখনো শেষ হয়নি। টি-টোয়েন্টি সিরিজ শেষে এখন ওয়ানডে সিরিজ খেলছে দুই দল। এই সিরিজের মাঝপথেই চলছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) জরুরি সভা।
২ ঘণ্টা আগেড্র করলেই মিলবে চূড়ান্ত পর্বের টিকিট। এমন সমীকরণ নিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরু থেকে ভয়ডরহীন ফুটবল উপহার দিয়ে কাঁপুন ধরায় কোরিয়ার বক্সে। তৃষ্ণা রানীর গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ করে ১-১ ব্যবধানে থেকে। ম্যাচটি দেখা যাচ
৩ ঘণ্টা আগে