আরিয়ানের গ্রেপ্তার নিয়ে এনসিবিকেই একহাত নিলেন মিকা সিং
সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানা। যেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, ‘আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’ নিচে আরিয়ানের স্বাক্ষর। ‘দ্য নিউ ইন্ডিয়ান’ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই ছবি।