Ajker Patrika

আরিয়ানের গ্রেপ্তার নিয়ে এনসিবিকেই একহাত নিলেন মিকা সিং

আরিয়ানের গ্রেপ্তার নিয়ে এনসিবিকেই একহাত নিলেন মিকা সিং

বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানের হয়ে এনসিবির বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ টুইট করলেন জনপ্রিয় সংগীত তারকা মিকা সিং। গতকাল রোববার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান নারকোটিক কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তারের পর থেকে নানা মহলেই নানা কথা উঠেছে। আজ মঙ্গলবার সকালে মিকা সিংও টুইটারে একটি পোস্ট দিয়ে তাঁর মন্তব্য প্রকাশ করেন। 

সকালে প্রমোদতরী কর্ডেলিয়া ক্রুজের একটি ছবি টুইট করে মিকা লেখেন, ‘আরে কী দারুণ Cordelia Cruises, ইস! যদি আমি একবার যেতে পারতাম। আমি শুনেছি অনেকেই সেখানে ছিলেন। কিন্তু আমি তো আরিয়ান খান ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। এত বড় ক্রুজে আরিয়ানই কি একা একা ঘুরে বেড়াচ্ছিল? সত্যি বাবা!’ 

এর আগে ‘কেন আমাকে গ্রেপ্তার করা হলো, তা বুঝতে পেরেছি।’ গ্রেপ্তারি হওয়ার পর জিজ্ঞাসাবাদে এমন বয়ানই দিয়েছে শাহরুখপুত্র আরিয়ান। এনসিবির দপ্ততরে ১৬ ঘণ্টা জেরা করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। 

Mika 1সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানা। যেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, ‘আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’ নিচে আরিয়ানের স্বাক্ষর। ‘দ্য নিউ ইন্ডিয়ান’ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই ছবি। 

অন্যদিকে ভারতীয় অন্য এক গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে বলেছেন, ‘আমাদের সারা বছরের কোনো কাজ মিডিয়ার চোখে পড়ে না। কোনো পরিচিত মুখকে যখনই ধরা হয় তখনই আমাদের দোষ দেওয়া শুরু হয়ে যায়।

একটা কথা স্পষ্ট করে দিই-এই যে বড় নামগুলো সামনে আসে, তাঁরা একটা বিশাল চিত্রের সামান্য অংশ। দিন শেষে আমরা আমাদের কাজটাই করি শুধু। আইন সবার জন্য সমান। যে সেটা ভাঙবে তাকে শাস্তি পেতেই হবে। যেখানেই আমি অনিয়ম দেখব, সেখানেই নিজের কাজে এগিয়ে যাব। বড় লোকেদের ক্ষমতার সামনে মাথা নোয়ালে কি এ দেশের মানুষ বেশি খুশি হবেন?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত