বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানের হয়ে এনসিবির বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ টুইট করলেন জনপ্রিয় সংগীত তারকা মিকা সিং। গতকাল রোববার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান নারকোটিক কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তারের পর থেকে নানা মহলেই নানা কথা উঠেছে। আজ মঙ্গলবার সকালে মিকা সিংও টুইটারে একটি পোস্ট দিয়ে তাঁর মন্তব্য প্রকাশ করেন।
সকালে প্রমোদতরী কর্ডেলিয়া ক্রুজের একটি ছবি টুইট করে মিকা লেখেন, ‘আরে কী দারুণ Cordelia Cruises, ইস! যদি আমি একবার যেতে পারতাম। আমি শুনেছি অনেকেই সেখানে ছিলেন। কিন্তু আমি তো আরিয়ান খান ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। এত বড় ক্রুজে আরিয়ানই কি একা একা ঘুরে বেড়াচ্ছিল? সত্যি বাবা!’
এর আগে ‘কেন আমাকে গ্রেপ্তার করা হলো, তা বুঝতে পেরেছি।’ গ্রেপ্তারি হওয়ার পর জিজ্ঞাসাবাদে এমন বয়ানই দিয়েছে শাহরুখপুত্র আরিয়ান। এনসিবির দপ্ততরে ১৬ ঘণ্টা জেরা করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানা। যেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, ‘আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’ নিচে আরিয়ানের স্বাক্ষর। ‘দ্য নিউ ইন্ডিয়ান’ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই ছবি।
অন্যদিকে ভারতীয় অন্য এক গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে বলেছেন, ‘আমাদের সারা বছরের কোনো কাজ মিডিয়ার চোখে পড়ে না। কোনো পরিচিত মুখকে যখনই ধরা হয় তখনই আমাদের দোষ দেওয়া শুরু হয়ে যায়।
একটা কথা স্পষ্ট করে দিই-এই যে বড় নামগুলো সামনে আসে, তাঁরা একটা বিশাল চিত্রের সামান্য অংশ। দিন শেষে আমরা আমাদের কাজটাই করি শুধু। আইন সবার জন্য সমান। যে সেটা ভাঙবে তাকে শাস্তি পেতেই হবে। যেখানেই আমি অনিয়ম দেখব, সেখানেই নিজের কাজে এগিয়ে যাব। বড় লোকেদের ক্ষমতার সামনে মাথা নোয়ালে কি এ দেশের মানুষ বেশি খুশি হবেন?’
বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানের হয়ে এনসিবির বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ টুইট করলেন জনপ্রিয় সংগীত তারকা মিকা সিং। গতকাল রোববার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান নারকোটিক কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তারের পর থেকে নানা মহলেই নানা কথা উঠেছে। আজ মঙ্গলবার সকালে মিকা সিংও টুইটারে একটি পোস্ট দিয়ে তাঁর মন্তব্য প্রকাশ করেন।
সকালে প্রমোদতরী কর্ডেলিয়া ক্রুজের একটি ছবি টুইট করে মিকা লেখেন, ‘আরে কী দারুণ Cordelia Cruises, ইস! যদি আমি একবার যেতে পারতাম। আমি শুনেছি অনেকেই সেখানে ছিলেন। কিন্তু আমি তো আরিয়ান খান ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। এত বড় ক্রুজে আরিয়ানই কি একা একা ঘুরে বেড়াচ্ছিল? সত্যি বাবা!’
এর আগে ‘কেন আমাকে গ্রেপ্তার করা হলো, তা বুঝতে পেরেছি।’ গ্রেপ্তারি হওয়ার পর জিজ্ঞাসাবাদে এমন বয়ানই দিয়েছে শাহরুখপুত্র আরিয়ান। এনসিবির দপ্ততরে ১৬ ঘণ্টা জেরা করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানা। যেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, ‘আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’ নিচে আরিয়ানের স্বাক্ষর। ‘দ্য নিউ ইন্ডিয়ান’ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই ছবি।
অন্যদিকে ভারতীয় অন্য এক গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে বলেছেন, ‘আমাদের সারা বছরের কোনো কাজ মিডিয়ার চোখে পড়ে না। কোনো পরিচিত মুখকে যখনই ধরা হয় তখনই আমাদের দোষ দেওয়া শুরু হয়ে যায়।
একটা কথা স্পষ্ট করে দিই-এই যে বড় নামগুলো সামনে আসে, তাঁরা একটা বিশাল চিত্রের সামান্য অংশ। দিন শেষে আমরা আমাদের কাজটাই করি শুধু। আইন সবার জন্য সমান। যে সেটা ভাঙবে তাকে শাস্তি পেতেই হবে। যেখানেই আমি অনিয়ম দেখব, সেখানেই নিজের কাজে এগিয়ে যাব। বড় লোকেদের ক্ষমতার সামনে মাথা নোয়ালে কি এ দেশের মানুষ বেশি খুশি হবেন?’
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৩ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৭ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৬ ঘণ্টা আগে