Ajker Patrika

শাহরুখের সঙ্গে ভিডিওকলে কথা বললেন আরিয়ান

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭: ৩৯
শাহরুখের সঙ্গে ভিডিওকলে কথা বললেন আরিয়ান

মা-বাবার সঙ্গে ১০ মিনিট ভিডিওকলে কথা বললেন আরিয়ান খান। করোনাবিধির জন্য জেলবন্দীরা পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারছেন না। মাসে দুই অথবা তিনবার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিওকলে কথা বলার নিয়ম রয়েছে। শাহরুখ খানের ছেলে আরিয়ানকেও সেই নিয়ম মানতে হচ্ছে।

শুক্রবার শাহরুখ এবং গৌরী ভিডিওকলে ছেলের মুখ দেখতে পেলেন। জানতে চাইলেন, জেলে কী কী ঘটছে, কী খাবার খাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কি না। জেলসূ্ত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, মা-বাবার সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ২৩ বছরের তারকা-সন্তান।

বৃহস্পতিবারও জামিন পেলেন না শাহরুখপুত্র। জামিন না পাওয়ায় আপাতত তাঁকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই। আদালত ঘোষণা করেছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার, ২০ অক্টোবর।

শাহরুখ খান ও আরিয়ান খানজাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) আদালতে জানিয়েছে, আরিয়ানের হোয়াটসঅ্যাপ মেসেজ তদন্ত করে জানা গিয়েছে, তিনি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁর কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন।

এনসিবির দাবি, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা একে অপরের সঙ্গে যুক্ত। অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের কাছ থেকে আরিয়ান নাকি প্রায়ই মাদক কিনতেন।

আরও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত