ভারতীয় গণমাধ্যমে অন্যতম আলোচনার বিষয় শাহরুখপুত্র আরিয়ানের গ্রেপ্তার হওয়ার ঘটনা। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম নিজস্ব সোর্সের বরাত দিয়ে ঘটনার আপডেট প্রকাশ করেছে।
২ অক্টোবর বিলাসবহুল একটি ক্রুজে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে শাহরুখপুত্র আরিয়ান খানকে আটক করেন ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সদস্যরা। সোমবার আরিয়ানসহ অভিযুক্ত তিনজনকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।
পরিকল্পনা করেই অভিযান
ইন্ডিয়া টাইমস জানায়, পরিকল্পনা করেই অভিযান চালায় এনসিবি। মিড-ডের প্রতিবেদন অনুযায়ী, এনসিবির ছয়জন অফিসার এই অভিযানের জন্য প্রস্তুত ছিলেন। এ ছাড়া সঙ্গে ছিলেন ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) বেশ কয়েকজন সদস্য। বিলাসবহুল ক্রুজের টিকিটের মূল্য ১ লাখ টাকার কাছাকাছি। কেউ যেন সন্দেহ না করে, সে কারণে তিনবার আলাদাভাবে টিকিট বুক করা হয়। অভিযানের জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। কর্মকর্তারা রুট চেক করে সঙ্গে ছয়টি বোটও নিয়ে গিয়েছিলেন।
অভিযানের দিন
১ অক্টোবর সকাল ১০টা থেকে সবাই পার্টিতে যোগ দেন। বেশির ভাগ অতিথি চলে আসার পর ‘ভিআইপি’ অতিথিদের জন্য পথ তৈরি করতে বলা হয়। সিআইএসএফ তাঁদের পরীক্ষা করতে চায়। এর পরে আরিয়ান খান ও আরবাজ মার্চেন্ট ভিআইপি অতিথি হিসেবে ভেতরে আসেন। তাঁদের আইডি কার্ড, জিনিসপত্র ও মার্চেন্টের জুতা স্ক্যান করা হলে আরিয়ান ঘাবড়ে যান। এতে এনসিবির সদস্যরা আরও সতর্ক হয়ে যান। জুতাগুলো আরও পরীক্ষা করেন এবং ড্রাগ পাওয়া যায়।
একজন এনসিবি কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস জানায়, আরিয়ানের কাছে কোনো নিষিদ্ধ ড্রাগ পাওয়া যায়নি। আরবাজ মার্চেন্টের জুতায় চরস পাওয়া গেছে। দুজনেই ক্রুজ লাইনারে রুম শেয়ার করছিলেন। একটি সূত্র জানায়, আরবাজকে নিয়ে রাতভর তল্লাশি অভিযান চালিয়েছে এনসিবি। আরিয়ানকে নিয়েও চলতে পারে একই অভিযান।
বাড়ির খাবার নয়
যেহেতু আরিয়ানসহ বাকি অভিযুক্তরা এনসিবির কাস্টডিতে রয়েছেন, তাই বাড়ির তৈরি খাবার খেতে পারবেন না তাঁরা। কাগজের প্লেটে তাঁদের খাবার দেওয়া হচ্ছে এনসিবির তরফ থেকে। খাবার যেন স্বাস্থ্যকর হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। মেনুতে থাকছে পুরি-ভাজি, ডাল-রুটির মতো সাধারণ খাবার। এনসিবি অফিসে স্থায়ী কোনো ক্যান্টিন না থাকায় চুক্তিকৃত রেস্তোরাঁকে বলা হয়েছে এনসিবির অফিসের মধ্যেই যেন আরিয়ানদের জন্য খাবার তৈরি করে দেওয়া হয়।
তদন্ত করবে মুম্বাই পুলিশ
গোয়াগামী প্রমোদতরির ঘটনা নিয়ে গতকাল মঙ্গলবার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। প্রাথমিক তথ্য-প্রমাণ খতিয়ে দেখে তারা দাবি করেছে, ওই ক্রুজে পার্টির আয়োজনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। প্রমোদতরিটি কেন মুম্বাই থেকে গোয়ায় যাত্রা করেছিল, তা খতিয়ে দেখা হবে। তা ছাড়া, কোভিড পরিস্থিতির কারণে রাজ্যে এখন বিপর্যয় মোকাবিলা আইন বলবৎ রয়েছে। এই পরিস্থিতিতে প্রমোদতরির যাত্রা এবং অনুমতি ছাড়া পার্টির আয়োজন করে সেই আইনের ১৮৮ ধারা ভাঙার বিষয়টিও তদন্ত হবে।
শাহরুখের পাশে বন্ধুরা
এনসিবির কাছে আরিয়ান যেসব তথ্য দিয়েছেন, তার কিছু অংশ প্রকাশ্যে এসেছে। আরিয়ান তাঁর বয়ানে বলেছেন, ‘বাবা এতটাই ব্যস্ত থাকেন যে, অনেক সময় তাঁর সাক্ষাৎ পেতে আমাকেও অ্যাপয়েনমেন্ট নিতে হয়েছে।’ ফলে অনেকেই ধারণা করছেন, ছেলেকে প্রয়োজনীয় সময়টুকু দিতেন না শাহরুখ।
আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর শাহরুখের বাড়ি মান্নায় গিয়ে দেখা করেছেন বলিউডের খ্যাতিমান ব্যক্তিরা। সালমান খান, পূজা ভাট, সুচিত্রা কৃষ্ণমূর্তিসহ ইন্ডাস্ট্রির অনেকেই তাঁদের সমর্থনে এগিয়ে এসেছেন। সালমান খান সশরীরে দেখা করে এসেছেন শাহরুখ-গৌরীর সঙ্গে। মান্নায় গিয়ে খান পরিবারের সঙ্গে দেখা করেছেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুর, আরবাজ খানের স্ত্রী সীমা খান, সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী। দেশের বাইরে ছিলেন করণ জোহর। ঘটনা শুনে শাহরুখের সঙ্গে যোগাযোগ রেখেছেন। গতকালই তড়িঘড়ি করে দেশে ফিরেছেন। ফোনে খোঁজ নিয়েছেন দীপিকা পাড়ুকোন, কাজলসহ অনেকেই।
হৃত্বিকের সাবেক স্ত্রী সুজান খান বলেছেন, ‘আরিয়ানের গ্রেপ্তার আসলে ‘ডাইনি খোঁজা’র মতো! এখানে আরিয়ানের কোনো ভূমিকা নেই। সে কেবল ভুল সময়ে ভুল জায়গায় ছিল।’
ভারতীয় গণমাধ্যমে অন্যতম আলোচনার বিষয় শাহরুখপুত্র আরিয়ানের গ্রেপ্তার হওয়ার ঘটনা। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম নিজস্ব সোর্সের বরাত দিয়ে ঘটনার আপডেট প্রকাশ করেছে।
২ অক্টোবর বিলাসবহুল একটি ক্রুজে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে শাহরুখপুত্র আরিয়ান খানকে আটক করেন ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সদস্যরা। সোমবার আরিয়ানসহ অভিযুক্ত তিনজনকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।
পরিকল্পনা করেই অভিযান
ইন্ডিয়া টাইমস জানায়, পরিকল্পনা করেই অভিযান চালায় এনসিবি। মিড-ডের প্রতিবেদন অনুযায়ী, এনসিবির ছয়জন অফিসার এই অভিযানের জন্য প্রস্তুত ছিলেন। এ ছাড়া সঙ্গে ছিলেন ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) বেশ কয়েকজন সদস্য। বিলাসবহুল ক্রুজের টিকিটের মূল্য ১ লাখ টাকার কাছাকাছি। কেউ যেন সন্দেহ না করে, সে কারণে তিনবার আলাদাভাবে টিকিট বুক করা হয়। অভিযানের জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। কর্মকর্তারা রুট চেক করে সঙ্গে ছয়টি বোটও নিয়ে গিয়েছিলেন।
অভিযানের দিন
১ অক্টোবর সকাল ১০টা থেকে সবাই পার্টিতে যোগ দেন। বেশির ভাগ অতিথি চলে আসার পর ‘ভিআইপি’ অতিথিদের জন্য পথ তৈরি করতে বলা হয়। সিআইএসএফ তাঁদের পরীক্ষা করতে চায়। এর পরে আরিয়ান খান ও আরবাজ মার্চেন্ট ভিআইপি অতিথি হিসেবে ভেতরে আসেন। তাঁদের আইডি কার্ড, জিনিসপত্র ও মার্চেন্টের জুতা স্ক্যান করা হলে আরিয়ান ঘাবড়ে যান। এতে এনসিবির সদস্যরা আরও সতর্ক হয়ে যান। জুতাগুলো আরও পরীক্ষা করেন এবং ড্রাগ পাওয়া যায়।
একজন এনসিবি কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস জানায়, আরিয়ানের কাছে কোনো নিষিদ্ধ ড্রাগ পাওয়া যায়নি। আরবাজ মার্চেন্টের জুতায় চরস পাওয়া গেছে। দুজনেই ক্রুজ লাইনারে রুম শেয়ার করছিলেন। একটি সূত্র জানায়, আরবাজকে নিয়ে রাতভর তল্লাশি অভিযান চালিয়েছে এনসিবি। আরিয়ানকে নিয়েও চলতে পারে একই অভিযান।
বাড়ির খাবার নয়
যেহেতু আরিয়ানসহ বাকি অভিযুক্তরা এনসিবির কাস্টডিতে রয়েছেন, তাই বাড়ির তৈরি খাবার খেতে পারবেন না তাঁরা। কাগজের প্লেটে তাঁদের খাবার দেওয়া হচ্ছে এনসিবির তরফ থেকে। খাবার যেন স্বাস্থ্যকর হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। মেনুতে থাকছে পুরি-ভাজি, ডাল-রুটির মতো সাধারণ খাবার। এনসিবি অফিসে স্থায়ী কোনো ক্যান্টিন না থাকায় চুক্তিকৃত রেস্তোরাঁকে বলা হয়েছে এনসিবির অফিসের মধ্যেই যেন আরিয়ানদের জন্য খাবার তৈরি করে দেওয়া হয়।
তদন্ত করবে মুম্বাই পুলিশ
গোয়াগামী প্রমোদতরির ঘটনা নিয়ে গতকাল মঙ্গলবার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। প্রাথমিক তথ্য-প্রমাণ খতিয়ে দেখে তারা দাবি করেছে, ওই ক্রুজে পার্টির আয়োজনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। প্রমোদতরিটি কেন মুম্বাই থেকে গোয়ায় যাত্রা করেছিল, তা খতিয়ে দেখা হবে। তা ছাড়া, কোভিড পরিস্থিতির কারণে রাজ্যে এখন বিপর্যয় মোকাবিলা আইন বলবৎ রয়েছে। এই পরিস্থিতিতে প্রমোদতরির যাত্রা এবং অনুমতি ছাড়া পার্টির আয়োজন করে সেই আইনের ১৮৮ ধারা ভাঙার বিষয়টিও তদন্ত হবে।
শাহরুখের পাশে বন্ধুরা
এনসিবির কাছে আরিয়ান যেসব তথ্য দিয়েছেন, তার কিছু অংশ প্রকাশ্যে এসেছে। আরিয়ান তাঁর বয়ানে বলেছেন, ‘বাবা এতটাই ব্যস্ত থাকেন যে, অনেক সময় তাঁর সাক্ষাৎ পেতে আমাকেও অ্যাপয়েনমেন্ট নিতে হয়েছে।’ ফলে অনেকেই ধারণা করছেন, ছেলেকে প্রয়োজনীয় সময়টুকু দিতেন না শাহরুখ।
আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর শাহরুখের বাড়ি মান্নায় গিয়ে দেখা করেছেন বলিউডের খ্যাতিমান ব্যক্তিরা। সালমান খান, পূজা ভাট, সুচিত্রা কৃষ্ণমূর্তিসহ ইন্ডাস্ট্রির অনেকেই তাঁদের সমর্থনে এগিয়ে এসেছেন। সালমান খান সশরীরে দেখা করে এসেছেন শাহরুখ-গৌরীর সঙ্গে। মান্নায় গিয়ে খান পরিবারের সঙ্গে দেখা করেছেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুর, আরবাজ খানের স্ত্রী সীমা খান, সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী। দেশের বাইরে ছিলেন করণ জোহর। ঘটনা শুনে শাহরুখের সঙ্গে যোগাযোগ রেখেছেন। গতকালই তড়িঘড়ি করে দেশে ফিরেছেন। ফোনে খোঁজ নিয়েছেন দীপিকা পাড়ুকোন, কাজলসহ অনেকেই।
হৃত্বিকের সাবেক স্ত্রী সুজান খান বলেছেন, ‘আরিয়ানের গ্রেপ্তার আসলে ‘ডাইনি খোঁজা’র মতো! এখানে আরিয়ানের কোনো ভূমিকা নেই। সে কেবল ভুল সময়ে ভুল জায়গায় ছিল।’
গত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
২ মিনিট আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
১৬ মিনিট আগেকান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম। এবার জানা গেল কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।
২১ মিনিট আগেমিস্টার পারফেকশনিস্ট কীভাবে হয়ে ওঠা সম্ভব? প্রস্তুতি নেন কীভাবে? সম্প্রতি মুম্বাইয়ের ওয়েভস সামিটে ‘দ্য আর্ট অব অ্যাক্টিং’ শিরোনামে একটি মাস্টারক্লাস নিয়েছেন আমির খান। প্রায় দেড় ঘণ্টার সেই ক্লাসের সারসংক্ষেপ রইল পাঠকদের জন্য।
২৪ মিনিট আগে