Ajker Patrika

আরিয়ানের জামিন শুনানি আজ, জামিন আটকাতে লড়বে এনসিবি

আরিয়ানের জামিন শুনানি আজ, জামিন আটকাতে লড়বে এনসিবি

বলিউড তারকা শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন শুনানি আজ। এদিকে জামিন শুনানিতে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বলছে আরিয়ান কারাগারে রাখতে কঠোর লড়াই করবে এজেন্সি। এমন পরিস্থিতিতে আদালতের রায় কোনদিকে যাবে সেটাই আলোচনার বিষয় দাঁড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার এনসিবি আরিয়ান খান এবং এই মামলার অন্য সাত আসামির হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল। কিন্তু ‘অস্পষ্ট ভিত্তিতে হেফাজত দেওয়া যাবে না।’ এই মর্মে মুম্বাই আদালত এজেন্সিকে এক্সটেনশন দেয়নি।

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এনসিবি আরিয়ানকে কারাগারে রাখতে এজেন্সি ‘কঠোর লড়াই’ করবে। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, তারকা এই শিশুটির কাছে বাণিজ্যিক পরিমাণ মাদক ছিলনা এ কারণে ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেতে পারে। এই একই অভিযোগে অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার ক্ষেত্রেও তাই ঘটতে পারে।

আরিয়ান খানের আইনজীবী সতীশ মানেশিন্দে এবং আরবাজের অ্যাডভোকেট তারাক কে সাঈদ নিয়মিত জামিনের জন্য আদালতে আবেদন করেছেন। সে অনুযায়ী আজ বিকেলে জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে।

একটি জাহাজে থাকা রেভ পার্টির অভিযানে থেকে আটক আরিয়ান খান এবং অন্য আসামিরা বর্তমানে ১৪ দিনের আদালতের হেফাজতে রয়েছে। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আর. এম. নারলিকার এবং বিশেষ এনডিপিএস আদালতে পরবর্তী শুনানির জন্য মামলাটি স্থানান্তর করা হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত