বিনোদন ডেস্ক
৩ অক্টোবর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেপ্তার করে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারপর থেকে কিং খানকে সেভাবে বাইরে দেখা যায়নি। আরিয়ানের জামিন আবেদনের সময় আদালতে আরিয়ানের মা গৌরী খানকে দেখা গেলেও এখনো শাহরুখের সঙ্গে সামনাসামনি দেখা হয়নি শাহরুখপুত্র আরিয়ানের। গতকাল ১৮ দিন পরে সামনে এলেন তিনি। বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ান খানের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ। ভারতীয় একাধিক গণমাধ্যম জেল সূত্রে বলছে, প্রায় ২০ মিনিট ছেলের সঙ্গে কথা হয় শাহরুখের। এ সময় ছেলেকে সাহস জোগান শাহরুখ। সবশেষ গতকাল বুধবার আরিয়ানের জামিন নামঞ্জুর হয়েছে। বিশেষ আদালত জামিন দেননি তাঁকে। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন মুম্বাইয়ের উচ্চ আদালতে। উচ্চ আদালত ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। কাজেই ২৬ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে।
ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করার কয়েক ঘণ্টার মধ্যেই এনসিবির একটি দল হাজির হয় মান্নতে। মিনিট পনেরো সেখানে ছিলেন কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা। তবে এনসিবির কর্মকর্তারা জানান, তল্লাশি নয়, তদন্তের খাতিরে শাহরুখের বাড়িতে গিয়েছিলেন তাঁরা।
অন্যদিকে আজ বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের বান্দ্রার বাড়িতে এনসিবির তল্লাশি হয়। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। তার মধ্যে ছিল অনন্যার ল্যাপটপ ও মোবাইল ফোন। অনন্যাকে এনসিবি দপ্তরে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আরিয়ানের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এসবের মধ্যে আগামী ২ নভেম্বর ৫৬ বছরে পা রাখছেন কিং খান। তবে এবারের জন্মদিনে কোনো আড়ম্বর থাকবে না। প্রতিবছর শাহরুখের জন্মদিনে তাঁর বাড়ি মান্নতের সামনে ভিড় করেন ভক্তরা। দেশ-বিদেশের দূর-দূরন্ত থেকে মানুষ এসে জড়ো হন মান্নতের সামনে। ভক্তদের সামনে হাত নেড়ে অভিবাদন জানান শাহরুখ।
কিন্তু এবার এসব করার মতো মন নেই অভিনেতার। শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার কিং খান সবাইকে অনুরোধ করবেন, যাতে তাঁর জন্মদিনে বাড়ির সামনে অনুরাগীরা জড়ো না হন।
আরও পড়ুন
৩ অক্টোবর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেপ্তার করে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারপর থেকে কিং খানকে সেভাবে বাইরে দেখা যায়নি। আরিয়ানের জামিন আবেদনের সময় আদালতে আরিয়ানের মা গৌরী খানকে দেখা গেলেও এখনো শাহরুখের সঙ্গে সামনাসামনি দেখা হয়নি শাহরুখপুত্র আরিয়ানের। গতকাল ১৮ দিন পরে সামনে এলেন তিনি। বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ান খানের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ। ভারতীয় একাধিক গণমাধ্যম জেল সূত্রে বলছে, প্রায় ২০ মিনিট ছেলের সঙ্গে কথা হয় শাহরুখের। এ সময় ছেলেকে সাহস জোগান শাহরুখ। সবশেষ গতকাল বুধবার আরিয়ানের জামিন নামঞ্জুর হয়েছে। বিশেষ আদালত জামিন দেননি তাঁকে। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন মুম্বাইয়ের উচ্চ আদালতে। উচ্চ আদালত ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। কাজেই ২৬ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে।
ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করার কয়েক ঘণ্টার মধ্যেই এনসিবির একটি দল হাজির হয় মান্নতে। মিনিট পনেরো সেখানে ছিলেন কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা। তবে এনসিবির কর্মকর্তারা জানান, তল্লাশি নয়, তদন্তের খাতিরে শাহরুখের বাড়িতে গিয়েছিলেন তাঁরা।
অন্যদিকে আজ বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের বান্দ্রার বাড়িতে এনসিবির তল্লাশি হয়। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। তার মধ্যে ছিল অনন্যার ল্যাপটপ ও মোবাইল ফোন। অনন্যাকে এনসিবি দপ্তরে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আরিয়ানের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এসবের মধ্যে আগামী ২ নভেম্বর ৫৬ বছরে পা রাখছেন কিং খান। তবে এবারের জন্মদিনে কোনো আড়ম্বর থাকবে না। প্রতিবছর শাহরুখের জন্মদিনে তাঁর বাড়ি মান্নতের সামনে ভিড় করেন ভক্তরা। দেশ-বিদেশের দূর-দূরন্ত থেকে মানুষ এসে জড়ো হন মান্নতের সামনে। ভক্তদের সামনে হাত নেড়ে অভিবাদন জানান শাহরুখ।
কিন্তু এবার এসব করার মতো মন নেই অভিনেতার। শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার কিং খান সবাইকে অনুরোধ করবেন, যাতে তাঁর জন্মদিনে বাড়ির সামনে অনুরাগীরা জড়ো না হন।
আরও পড়ুন
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
১৪ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
১৪ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
১৪ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
১৪ ঘণ্টা আগে