ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর বেশ বিপাকেই পড়েছেন শাহরুখ। পড়েছেন নানা বিতর্কের মুখে। ছেলের গ্রেপ্তারের ঘটনায় শাহরুখের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। তার ওপর বাবা হিসেবে ছেলেকে ঠিকমতো সময় দেননি বলে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকেই। তবে শাহরুখ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করছেন তিনি। সতীশ মানশিণ্ডের মতো উকিলকে নিয়োজিত করেছেন ছেলের জন্য, যিনি সঞ্জয় দত্ত, সালমান খান, গুলশান কুমার আর হালের রিয়া চক্রবর্তীর কেসে লড়েছেন। প্রতি শুনানিতে যাঁর চার্জ প্রায় ১০ লাখ রুপি।
শুটিং চলবে
সব ধরনের শুটিং স্থগিত করেছেন শাহরুখ। তাঁর বডি ডাবল হিসেবে কাজ করবেন প্রশান্ত ওয়াগেল। তিনি জানিয়েছেন, শাহরুখ খান আগামী দিনে শুটিং শিডিউলে যোগ দিতে না পারলে তাঁর মুখাবয়ব বাদে বডি পোর্শন শুট করবেন তিনি। শাহরুখ ফ্রি হলে বাকি শুটিং করবেন।
বাড়িতে ভিড় নয়
অনেক তারকাই শাহরুখের সঙ্গে দেখা করে এসেছেন। তবে শাহরুখের মানসিক অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি। শাহরুখের জনসংযোগ কর্মীরা বলিউড তারকাদের অনুরোধ করেছেন, তাঁরা যেন মান্নাতে ভিড় না জমান। কারণ, বাড়ির বাইরে সাংবাদিক এবং চিত্রগ্রাহকেরা অবস্থান করছেন। বলিউড তারকারা বাড়িতে ঢুকলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে।
ভক্তদের ভিড়
শাহরুখের ভক্তরাও জড়ো হয়েছেন তাঁর বাসা মান্নাতের বাইরে। শাহরুখ খানের পাশে থাকার বিভিন্ন বার্তাসহ প্ল্যাকার্ড রেখেছেন তাঁর বাড়ির সামনে। প্ল্যাকার্ডে অভিনেতার প্রতি ‘নিঃশর্ত ভালোবাসার’ কথা উল্লেখ করেছেন ভক্তরা।
টার্গেট শাহরুখ
কোনো কোনো মহলের দাবি, আরিয়ানকে গ্রেপ্তারের পেছনে আসলে টার্গেট শাহরুখ! তবে যাবতীয় জল্পনা, অনুমান, আশঙ্কাকে খারিজ করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, ‘আমরা কাউকে টার্গেট করছি না। আমরা গত ১০ মাসে ৩০০-এর বেশি লোককে গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে খুব বেশি হলে, ৪-৫ জন চেনা মুখ। কোনো জনপ্রিয় ব্যক্তি গ্রেপ্তার হলেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে।’
ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর বেশ বিপাকেই পড়েছেন শাহরুখ। পড়েছেন নানা বিতর্কের মুখে। ছেলের গ্রেপ্তারের ঘটনায় শাহরুখের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। তার ওপর বাবা হিসেবে ছেলেকে ঠিকমতো সময় দেননি বলে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকেই। তবে শাহরুখ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করছেন তিনি। সতীশ মানশিণ্ডের মতো উকিলকে নিয়োজিত করেছেন ছেলের জন্য, যিনি সঞ্জয় দত্ত, সালমান খান, গুলশান কুমার আর হালের রিয়া চক্রবর্তীর কেসে লড়েছেন। প্রতি শুনানিতে যাঁর চার্জ প্রায় ১০ লাখ রুপি।
শুটিং চলবে
সব ধরনের শুটিং স্থগিত করেছেন শাহরুখ। তাঁর বডি ডাবল হিসেবে কাজ করবেন প্রশান্ত ওয়াগেল। তিনি জানিয়েছেন, শাহরুখ খান আগামী দিনে শুটিং শিডিউলে যোগ দিতে না পারলে তাঁর মুখাবয়ব বাদে বডি পোর্শন শুট করবেন তিনি। শাহরুখ ফ্রি হলে বাকি শুটিং করবেন।
বাড়িতে ভিড় নয়
অনেক তারকাই শাহরুখের সঙ্গে দেখা করে এসেছেন। তবে শাহরুখের মানসিক অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি। শাহরুখের জনসংযোগ কর্মীরা বলিউড তারকাদের অনুরোধ করেছেন, তাঁরা যেন মান্নাতে ভিড় না জমান। কারণ, বাড়ির বাইরে সাংবাদিক এবং চিত্রগ্রাহকেরা অবস্থান করছেন। বলিউড তারকারা বাড়িতে ঢুকলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে।
ভক্তদের ভিড়
শাহরুখের ভক্তরাও জড়ো হয়েছেন তাঁর বাসা মান্নাতের বাইরে। শাহরুখ খানের পাশে থাকার বিভিন্ন বার্তাসহ প্ল্যাকার্ড রেখেছেন তাঁর বাড়ির সামনে। প্ল্যাকার্ডে অভিনেতার প্রতি ‘নিঃশর্ত ভালোবাসার’ কথা উল্লেখ করেছেন ভক্তরা।
টার্গেট শাহরুখ
কোনো কোনো মহলের দাবি, আরিয়ানকে গ্রেপ্তারের পেছনে আসলে টার্গেট শাহরুখ! তবে যাবতীয় জল্পনা, অনুমান, আশঙ্কাকে খারিজ করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, ‘আমরা কাউকে টার্গেট করছি না। আমরা গত ১০ মাসে ৩০০-এর বেশি লোককে গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে খুব বেশি হলে, ৪-৫ জন চেনা মুখ। কোনো জনপ্রিয় ব্যক্তি গ্রেপ্তার হলেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে।’
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৩ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৭ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৬ ঘণ্টা আগে