ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর বেশ বিপাকেই পড়েছেন শাহরুখ। পড়েছেন নানা বিতর্কের মুখে। ছেলের গ্রেপ্তারের ঘটনায় শাহরুখের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। তার ওপর বাবা হিসেবে ছেলেকে ঠিকমতো সময় দেননি বলে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকেই। তবে শাহরুখ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করছেন তিনি। সতীশ মানশিণ্ডের মতো উকিলকে নিয়োজিত করেছেন ছেলের জন্য, যিনি সঞ্জয় দত্ত, সালমান খান, গুলশান কুমার আর হালের রিয়া চক্রবর্তীর কেসে লড়েছেন। প্রতি শুনানিতে যাঁর চার্জ প্রায় ১০ লাখ রুপি।
শুটিং চলবে
সব ধরনের শুটিং স্থগিত করেছেন শাহরুখ। তাঁর বডি ডাবল হিসেবে কাজ করবেন প্রশান্ত ওয়াগেল। তিনি জানিয়েছেন, শাহরুখ খান আগামী দিনে শুটিং শিডিউলে যোগ দিতে না পারলে তাঁর মুখাবয়ব বাদে বডি পোর্শন শুট করবেন তিনি। শাহরুখ ফ্রি হলে বাকি শুটিং করবেন।
বাড়িতে ভিড় নয়
অনেক তারকাই শাহরুখের সঙ্গে দেখা করে এসেছেন। তবে শাহরুখের মানসিক অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি। শাহরুখের জনসংযোগ কর্মীরা বলিউড তারকাদের অনুরোধ করেছেন, তাঁরা যেন মান্নাতে ভিড় না জমান। কারণ, বাড়ির বাইরে সাংবাদিক এবং চিত্রগ্রাহকেরা অবস্থান করছেন। বলিউড তারকারা বাড়িতে ঢুকলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে।
ভক্তদের ভিড়
শাহরুখের ভক্তরাও জড়ো হয়েছেন তাঁর বাসা মান্নাতের বাইরে। শাহরুখ খানের পাশে থাকার বিভিন্ন বার্তাসহ প্ল্যাকার্ড রেখেছেন তাঁর বাড়ির সামনে। প্ল্যাকার্ডে অভিনেতার প্রতি ‘নিঃশর্ত ভালোবাসার’ কথা উল্লেখ করেছেন ভক্তরা।
টার্গেট শাহরুখ
কোনো কোনো মহলের দাবি, আরিয়ানকে গ্রেপ্তারের পেছনে আসলে টার্গেট শাহরুখ! তবে যাবতীয় জল্পনা, অনুমান, আশঙ্কাকে খারিজ করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, ‘আমরা কাউকে টার্গেট করছি না। আমরা গত ১০ মাসে ৩০০-এর বেশি লোককে গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে খুব বেশি হলে, ৪-৫ জন চেনা মুখ। কোনো জনপ্রিয় ব্যক্তি গ্রেপ্তার হলেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে।’
ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর বেশ বিপাকেই পড়েছেন শাহরুখ। পড়েছেন নানা বিতর্কের মুখে। ছেলের গ্রেপ্তারের ঘটনায় শাহরুখের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। তার ওপর বাবা হিসেবে ছেলেকে ঠিকমতো সময় দেননি বলে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকেই। তবে শাহরুখ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করছেন তিনি। সতীশ মানশিণ্ডের মতো উকিলকে নিয়োজিত করেছেন ছেলের জন্য, যিনি সঞ্জয় দত্ত, সালমান খান, গুলশান কুমার আর হালের রিয়া চক্রবর্তীর কেসে লড়েছেন। প্রতি শুনানিতে যাঁর চার্জ প্রায় ১০ লাখ রুপি।
শুটিং চলবে
সব ধরনের শুটিং স্থগিত করেছেন শাহরুখ। তাঁর বডি ডাবল হিসেবে কাজ করবেন প্রশান্ত ওয়াগেল। তিনি জানিয়েছেন, শাহরুখ খান আগামী দিনে শুটিং শিডিউলে যোগ দিতে না পারলে তাঁর মুখাবয়ব বাদে বডি পোর্শন শুট করবেন তিনি। শাহরুখ ফ্রি হলে বাকি শুটিং করবেন।
বাড়িতে ভিড় নয়
অনেক তারকাই শাহরুখের সঙ্গে দেখা করে এসেছেন। তবে শাহরুখের মানসিক অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি। শাহরুখের জনসংযোগ কর্মীরা বলিউড তারকাদের অনুরোধ করেছেন, তাঁরা যেন মান্নাতে ভিড় না জমান। কারণ, বাড়ির বাইরে সাংবাদিক এবং চিত্রগ্রাহকেরা অবস্থান করছেন। বলিউড তারকারা বাড়িতে ঢুকলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে।
ভক্তদের ভিড়
শাহরুখের ভক্তরাও জড়ো হয়েছেন তাঁর বাসা মান্নাতের বাইরে। শাহরুখ খানের পাশে থাকার বিভিন্ন বার্তাসহ প্ল্যাকার্ড রেখেছেন তাঁর বাড়ির সামনে। প্ল্যাকার্ডে অভিনেতার প্রতি ‘নিঃশর্ত ভালোবাসার’ কথা উল্লেখ করেছেন ভক্তরা।
টার্গেট শাহরুখ
কোনো কোনো মহলের দাবি, আরিয়ানকে গ্রেপ্তারের পেছনে আসলে টার্গেট শাহরুখ! তবে যাবতীয় জল্পনা, অনুমান, আশঙ্কাকে খারিজ করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, ‘আমরা কাউকে টার্গেট করছি না। আমরা গত ১০ মাসে ৩০০-এর বেশি লোককে গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে খুব বেশি হলে, ৪-৫ জন চেনা মুখ। কোনো জনপ্রিয় ব্যক্তি গ্রেপ্তার হলেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে।’
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৮ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৮ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
৮ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
৯ ঘণ্টা আগে