রমজান উপলক্ষে খেজুর–ছোলাসহ ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ
রমজান মাস উপলক্ষে আটটি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের মার্চ পর্যন্ত ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে। আজ ১৩ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। পণ্যগুলো হলো—ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর।