আমদানি সক্ষমতা কমে যাওয়াটা ঝুঁকিপূর্ণ
অর্থনীতিকে আমরা রপ্তানিমুখী করতে চাইলেও এটা এখনো অনেকখানি আমদানিনির্ভর। আমাদের প্রধান যে রপ্তানিপণ্য গার্মেন্টস, তাতে যে বিপুল আয় হয় বলে শ্লাঘা অনুভব করি, তারও একটা বড় অংশ কিন্তু আমদানি ব্যয়। এর কাঁচামাল, মেশিনারিজ তো আমদানি করতে হয়।