Ajker Patrika

কাস্টমস দিবসে স্বীকৃতি পেল জিহান ফুটওয়ার

কাস্টমস দিবসে স্বীকৃতি পেল জিহান ফুটওয়ার

কাস্টমস কর্তৃপক্ষের পরীক্ষা ছাড়াই আমদানি-রপ্তানির বিশেষ সুবিধা ‘অথোরাইজড ইকোনমিক অপারেটর (এইও)’ সনদ পেয়েছে চামড়া ও চামড়াজাতীয় পণ্যের রপ্তানিকারক প্রতিষ্ঠান জিহান ফুটওয়ার।

গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআর আয়োজিত কাস্টমস দিবসের অনুষ্ঠানে জিহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাদা আহমেদ রনির হাতে সনদপত্র তুলে দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এনবিআর কর্মকর্তারা জানান, আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রমে যেসব ব্যবসা প্রতিষ্ঠানের অতীত রেকর্ড ভালো, মিথ্যা ঘোষণায় পণ্য আনা ও শুল্ক ফাঁকিসহ অন্য কোনো অভিযোগ নেই এবং আর্থিক ও কারিগরিভাবে স্বয়ংসম্পূর্ণ ইকোনমিক অপারেটরকে এইও হিসেবে গণ্য করা হয়ে থাকে। এসব প্রতিষ্ঠান বন্দর থেকে দ্রুত ও অপেক্ষাকৃত কম পরীক্ষায় পণ্য খালাসের সুবিধা পাবেন।

জিহান গ্রুপ দেশের চামড়া ও চামড়াজাতীয় পণ্য রপ্তানিকারকদের মধ্যে উদীয়মান প্রতিষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত