আফগানিস্তানে জেনিফার লরেন্সের ‘গোপন শুটিং’
‘তোমরা শুধু নারীদের নির্যাতন কর’—এক তরুণী তালেবান যোদ্ধাকে বলছিলেন কথাটা। জবাবে তিনি চিৎকার করে বললেন, ‘আমি তোমাকে কথা বলতে নিষেধ করেছিলাম। এখানেই খুন করে ফেলব তোমাকে।’ সমান গলা উঁচিয়ে ওই নারীর জবাব, ‘ঠিক আছে, মেরে ফেলো! তোমরা স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছ। এর চেয়ে ভালো আমাকে মেরে ফেলো।’