নতুন কোচ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই নতুন যাত্রা শুরু হয়েছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে। আফগানদের বিপক্ষে হেরে যাওয়ায় পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটাররা।
শারজায় গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে শাদাবের দল। ৯৩ রান তাড়া করতে গিয়ে ১৭.৫ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করে আফগানিস্তান। ৬ উইকেটে জিতে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায়। আফগানদের কাছে হারের পর শাদাবের সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোচ (আব্দুল রেহমান) নতুন। তাই তার পুরোপুরি শাদাব খানের ওপর নির্ভর করতে হয়েছে। শাদাব অভিজ্ঞ খেলোয়াড় ও গত দুই তিন বছরে পাকিস্তানের সহ-অধিনায়ক ছিল। সে পিচ ঠিকভাবে পড়তে পারেনি। পিচে কেমন বোলিং করা দরকার ছিল, তা সে ঠিকমতো বুঝতে পারেনি।’
অন্যদিকে সালমান বাট তো সরাসরি শাদাবের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। ১৭.৫ ওভারের মধ্যে ১০.৫ ওভার বোলিং করেছেন তিন পাকিস্তানি পেসার নাসিম শাহ, জামান খান ও ইহসানুল্লাহ। স্পিনারদের চেয়ে পেসারদের বেশি কাজে লাগানো পছন্দ হয়নি বাটের। পাকিস্তানের সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘পিচে স্লো বোলিং বেশ কাজ করছিল। তবে শাদাব তার পেস বোলারদের কাজে লাগিয়েছে। এমনকি নিজেও সে দ্রুত গতিতে বোলিং করেছে। এই পিচে আগে ব্যাটিং কীভাবে নেয়? তার মানে আপনার কাছে আর কোনো অপশন ছিল না।’
পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। ২৬ ও ২৭ মার্চ হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।
নতুন কোচ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই নতুন যাত্রা শুরু হয়েছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে। আফগানদের বিপক্ষে হেরে যাওয়ায় পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটাররা।
শারজায় গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে শাদাবের দল। ৯৩ রান তাড়া করতে গিয়ে ১৭.৫ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করে আফগানিস্তান। ৬ উইকেটে জিতে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায়। আফগানদের কাছে হারের পর শাদাবের সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোচ (আব্দুল রেহমান) নতুন। তাই তার পুরোপুরি শাদাব খানের ওপর নির্ভর করতে হয়েছে। শাদাব অভিজ্ঞ খেলোয়াড় ও গত দুই তিন বছরে পাকিস্তানের সহ-অধিনায়ক ছিল। সে পিচ ঠিকভাবে পড়তে পারেনি। পিচে কেমন বোলিং করা দরকার ছিল, তা সে ঠিকমতো বুঝতে পারেনি।’
অন্যদিকে সালমান বাট তো সরাসরি শাদাবের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। ১৭.৫ ওভারের মধ্যে ১০.৫ ওভার বোলিং করেছেন তিন পাকিস্তানি পেসার নাসিম শাহ, জামান খান ও ইহসানুল্লাহ। স্পিনারদের চেয়ে পেসারদের বেশি কাজে লাগানো পছন্দ হয়নি বাটের। পাকিস্তানের সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘পিচে স্লো বোলিং বেশ কাজ করছিল। তবে শাদাব তার পেস বোলারদের কাজে লাগিয়েছে। এমনকি নিজেও সে দ্রুত গতিতে বোলিং করেছে। এই পিচে আগে ব্যাটিং কীভাবে নেয়? তার মানে আপনার কাছে আর কোনো অপশন ছিল না।’
পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। ২৬ ও ২৭ মার্চ হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
২ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৪ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৫ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৫ ঘণ্টা আগে