ক্রীড়া ডেস্ক
নতুন কোচ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই নতুন যাত্রা শুরু হয়েছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে। আফগানদের বিপক্ষে হেরে যাওয়ায় পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটাররা।
শারজায় গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে শাদাবের দল। ৯৩ রান তাড়া করতে গিয়ে ১৭.৫ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করে আফগানিস্তান। ৬ উইকেটে জিতে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায়। আফগানদের কাছে হারের পর শাদাবের সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোচ (আব্দুল রেহমান) নতুন। তাই তার পুরোপুরি শাদাব খানের ওপর নির্ভর করতে হয়েছে। শাদাব অভিজ্ঞ খেলোয়াড় ও গত দুই তিন বছরে পাকিস্তানের সহ-অধিনায়ক ছিল। সে পিচ ঠিকভাবে পড়তে পারেনি। পিচে কেমন বোলিং করা দরকার ছিল, তা সে ঠিকমতো বুঝতে পারেনি।’
অন্যদিকে সালমান বাট তো সরাসরি শাদাবের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। ১৭.৫ ওভারের মধ্যে ১০.৫ ওভার বোলিং করেছেন তিন পাকিস্তানি পেসার নাসিম শাহ, জামান খান ও ইহসানুল্লাহ। স্পিনারদের চেয়ে পেসারদের বেশি কাজে লাগানো পছন্দ হয়নি বাটের। পাকিস্তানের সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘পিচে স্লো বোলিং বেশ কাজ করছিল। তবে শাদাব তার পেস বোলারদের কাজে লাগিয়েছে। এমনকি নিজেও সে দ্রুত গতিতে বোলিং করেছে। এই পিচে আগে ব্যাটিং কীভাবে নেয়? তার মানে আপনার কাছে আর কোনো অপশন ছিল না।’
পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। ২৬ ও ২৭ মার্চ হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।
নতুন কোচ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই নতুন যাত্রা শুরু হয়েছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে। আফগানদের বিপক্ষে হেরে যাওয়ায় পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটাররা।
শারজায় গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে শাদাবের দল। ৯৩ রান তাড়া করতে গিয়ে ১৭.৫ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করে আফগানিস্তান। ৬ উইকেটে জিতে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায়। আফগানদের কাছে হারের পর শাদাবের সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোচ (আব্দুল রেহমান) নতুন। তাই তার পুরোপুরি শাদাব খানের ওপর নির্ভর করতে হয়েছে। শাদাব অভিজ্ঞ খেলোয়াড় ও গত দুই তিন বছরে পাকিস্তানের সহ-অধিনায়ক ছিল। সে পিচ ঠিকভাবে পড়তে পারেনি। পিচে কেমন বোলিং করা দরকার ছিল, তা সে ঠিকমতো বুঝতে পারেনি।’
অন্যদিকে সালমান বাট তো সরাসরি শাদাবের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। ১৭.৫ ওভারের মধ্যে ১০.৫ ওভার বোলিং করেছেন তিন পাকিস্তানি পেসার নাসিম শাহ, জামান খান ও ইহসানুল্লাহ। স্পিনারদের চেয়ে পেসারদের বেশি কাজে লাগানো পছন্দ হয়নি বাটের। পাকিস্তানের সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘পিচে স্লো বোলিং বেশ কাজ করছিল। তবে শাদাব তার পেস বোলারদের কাজে লাগিয়েছে। এমনকি নিজেও সে দ্রুত গতিতে বোলিং করেছে। এই পিচে আগে ব্যাটিং কীভাবে নেয়? তার মানে আপনার কাছে আর কোনো অপশন ছিল না।’
পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। ২৬ ও ২৭ মার্চ হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
৬ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
৭ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৮ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৮ ঘণ্টা আগে