Ajker Patrika

আফগানিস্তানে বিপর্যয়ের কারণ যুক্তরাষ্ট্র ও মিত্ররা: রাশিয়া-চীন-ইরান-পাকিস্তান যৌথ বিবৃতি

আফগানিস্তানে বিপর্যয়ের কারণ যুক্তরাষ্ট্র ও মিত্ররা: রাশিয়া-চীন-ইরান-পাকিস্তান যৌথ বিবৃতি

আফগানিস্তানে বিপর্যয়ের জন্য যুক্তরাষ্ট্র ও তাঁদের মিত্রদের দায়ী করেছে রাশিয়া-চীন-ইরান ও পাকিস্তান। বৃহস্পতিবার রাশিয়া-চীন-ইরান ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকে আফগানিস্তানের বিপর্যয়ের জন্য যুক্তরাষ্ট্র ও তাঁদের মিত্রদের দায়ী করা হয়। তাঁরা এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন। 

মিডেল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

মিডেল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চার কর্মকর্তা এক অনানুষ্ঠানিক বৈঠকে এই বিষয়ে আলোচনা করেন। উজবেকিস্তানের সমরকন্দে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনের এক ফাঁকে তাঁরা এই অনানুষ্ঠানিক বৈঠকটি করেন। এ সময় তাঁরা আফগানিস্তানের ভূখণ্ড থেকে নিরাপত্তা হুমকি প্রতিরোধে সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা করেন। 

আলোচনায় পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তানের বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিত আঞ্চলিক পদ্ধতি গ্রহণে সম্মত হন। দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার স্বার্থে ও মানবিক সংকট এড়াতে তাঁরা তালেবান প্রশাসনের সঙ্গেও যোগাযোগের কথা বলেছেন। 

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের বিপর্যয়ের দায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর বর্তায়। 

উল্লেখ্য, গত ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান। দীর্ঘ ২০ বছর পর তাঁরা ক্ষমতা ফিরে পায়। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরে গেলেও এখনো দেশটি ক্ষত বয়ে বেড়াচ্ছে। অর্থনীতি, খাদ্যের নিরাপত্তাসহ আরও নানা ইস্যুতে দেশটি মানবিক সংকটের মুখে রয়েছে। দেশটিতে দাতা দেশগুলোর বিনিয়োগও হ্রাস পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত