Ajker Patrika

আফগানরা আশ্রয় চান ইইউতে, এক মাসে আবেদন ৯ হাজারের বেশি

আপডেট : ২৭ মে ২০২৩, ০৯: ৩৫
আফগানরা আশ্রয় চান ইইউতে, এক মাসে আবেদন ৯ হাজারের বেশি

গত মাসে ৯ হাজারেরও বেশি আফগানিস্তানের নাগরিক ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। ইউরোপীয় আদমশুমারি ব্যুরো রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের বার্তা সংস্থা খামা প্রেস। বার্তা সংস্থাটি বলছে, এটি কোনো একক দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চসংখ্যক আবেদন। 

ইউরোপীয় আদমশুমারি ব্যুরো জানিয়েছে, চলতি বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোতে আশ্রয় নেওয়ার আগ্রহ গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে।

গত বৃহস্পতিবার ইউরোপীয় আদমশুমারি ব্যুরো তাদের মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ফেব্রুয়ারি মাসেই ৭৬ হাজার ৫০০ মানুষ ইইউতে আশ্রয় চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে ৫৪ হাজার ৩৭০টি আবেদনপত্র জমা পড়েছিল।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গত কয়েক বছর ধরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সবচেয়ে বেশি আশ্রয় চাইছেন সিরিয়া ও আফগানিস্তানের নাগরিকেরা। পরিসংখ্যান বলছে, ৭৭ শতাংশ আশ্রয়প্রার্থী স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালিতে আশ্রয় চেয়েছেন।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে শুধু জার্মানিই ২৫ হাজারের বেশি আশ্রয়প্রার্থীর আবেদন পেয়েছিল।

গত বৃহস্পতিবার প্রকাশিত ইউরোপীয় আদমশুমারি ব্যুরোর প্রতিবেদন বলছে, নতুন আশ্রয়প্রার্থীদের মধ্যে ২ হাজার ৭৪৫ জন অবিবাহিত নাবালক, যাদের মধ্যে ১ হাজার ২৫ জন আফগান নাগরিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত