Ajker Patrika

গান চালানোর দায়ে নারীদের রেডিও স্টেশন বন্ধ করল তালেবান

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৫: ৩১
গান চালানোর দায়ে নারীদের রেডিও স্টেশন বন্ধ করল তালেবান

পবিত্র রমজান মাসে গান চালানোর দায়ে আফগানিস্তানের একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ওই রেডিও স্টেশন পরিচালনা করেন নারীরা। গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, রেডিও স্টেশনটি বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষ। 

নারী পরিচালিত ওই রেডিও স্টেশনের নাম সাদাই বানোয়ান, যার অর্থ হলো নারীদের কণ্ঠস্বর। ১০ বছর আগে চালু হওয়া রেডিওটির আটজন কর্মীর মধ্যে ছয়জনই নারী। 

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি পরিচালক মুইজউদ্দিন আহমাদি জানিয়েছেন, ‘রেডিও স্টেশনটি ইসলামিক আমিরাতের আইন ও বিধি লঙ্ঘন করেছে। পবিত্র রমজানে বেশ কয়েকবার গান-বাজনা চালিয়েছে। আইন লঙ্ঘন করায় স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।’ 

মুইজউদ্দিন আহমাদি আরও বলেন, ‘যদি রেডিও স্টেশনটির কর্তৃপক্ষ নিশ্চয়তা দেয় যে তার এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না এবং ইসলামি আমিরাত আফগানিস্তানের আইন মেনে চলার প্রতিশ্রুতি দেয়, তবে তাদের আবারও সম্প্রচারের অনুমতি দেওয়া হবে।’

তবে রেডিওটির প্রধান নাজিয়া সরোশ জানিয়েছেন, তাঁরা কোনো আইন লঙ্ঘন করেননি। তিনি বলেন, ‘স্টেশনটি বন্ধের কোনো প্রয়োজন ছিল না। তালেবান আমাদের বলেছে, আমরা গান সম্প্রচার করেছি। কিন্তু আমরা কোনো ধরনের গান সম্প্রচার করিনি।’

নাজিয়া সরোশ জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এসে স্টেশনটি বন্ধ করে দেন।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন। আফগান ইনডিপেনডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তথ্যমতে, প্রয়োজনীয় তহবিলের অভাবে এবং কর্মীরা দেশ ছেড়ে যাওয়ার কারণে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত