‘বাংলাদেশে খেলা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জ’
বাংলাদেশে এসে কোনো না কোনো হারের অভিজ্ঞতা নিয়ে ফিরেছে ছোট-বড় সব ক্রিকেট দলই। সীমিত ওভারের খেলায় বাংলাদেশ নিজেদের জাত চিনিয়ে চলেছে। ব্যতিক্রম শুধু টেস্ট ফরম্যাটে। সেটি দেশের মাঠে হলেও বাংলাদেশ যেন বরাবরই লাল বলের ক্রিকেটে খেই হারিয়েছে। তবে আফগানিস্তান কোচ জনাথন ট্রট মনে করছেন, বাংলাদেশের মাঠে টেস্ট খ