Ajker Patrika

চোট পেয়ে মাঠ ছাড়লেন ইবাদত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৭: ৫৮
চোট পেয়ে মাঠ ছাড়লেন ইবাদত

দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে তাসকিন আহমেদ। একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন। সবকিছু ভালোই ছিল, কিন্তু ইনিংসে নিজের শেষ ওভারে ঘটল বিপত্তি। বোলিং স্ট্রাইডে যাওয়ার আগে লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খেল ইবাদতের হাত। তাতে ধাক্কা খেলেন একটা। তবে রানআপ থামাতে পারেননি ঠিকঠাক। এরপর পেছন ঘুরে পড়ে যান। তাতেই ভালো একটা আঘাত পান পায়ে।

ফিজিওর দ্বারস্থ হলেন মাঠে, উঠেও দাঁড়ালেন ইবাদত। কিন্তু এরপর মাঠ ছেড়ে যেতে হলো এই পেসারকে। যাওয়ার পথে খোঁড়াতে দেখা গেছে তাঁকে। এক পর্যায়ে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও মাঠে নেমে এসেছিলেন। 

ইবাদত অবশ্য করছিলেন তাঁর শেষ ওভার, ৯.২ ওভার বোলিংও করেছিলেন। বাকি ৪ বল করলেন নাজমুল হোসেন শান্ত। তবে ইবাদতকে খেলা শুরুর আগেও একবার মাঠে পড়ে যেতে দেখা যায়, তখনও মনে হয়েছিল পায়ে আঘাত পেয়েছেন তিনি। খেলার মাঝপথেও একই জায়গায়, অর্থাৎ বাঁ–পায়ের হাঁটুর নিচের অংশে চোটে পেলেন ইবাদত। আজ খেলার আগে মাঠে অনুশীলনেও তিনি পড়ে গিয়েছিলেন এবং একই জায়গায় তাঁর সমস্যা দেখা দিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত