Ajker Patrika

কোনো চাপ নেই, ‘চিল’: লিটন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৫: ৪১
কোনো চাপ নেই, ‘চিল’: লিটন

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে কাল চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে স্বাগতিকদের। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর ঘোষণা দলে কিছুটা হলেও প্রভাব ফেলবে কি না—এই প্রশ্নও থাকছে। সব মিলিয়ে আপৎকালীন বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। 

সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে এবং কঠিন অবস্থা থেকে পুরো দলের মনোবল চাঙা রাখাও লিটনের দায়িত্বের মধ্যে। এমন অবস্থায় কী ভাবছেন লিটন, এই চাপ কীভাবে সামলাবেন? অথচ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বিস্ময় উপহার দিয়ে লিটন বললেন–‘কোনো চাপ নেই, চিল।’ 

এর আগেও কোনো সংস্করণে নিয়মিত অধিনায়ক চোটে পড়লে কিংবা ছুটিতে থাকলে লিটনকেই নেতৃত্বের জন্য বেছে নিয়েছিল বিসিবি। এবারও তাই হলো। তবে লিটন অধিনায়কত্ব বেশ উপভোগ করেন, তাঁর কাছে গর্বের ব্যাপার এটি, ‘না, দেখেন, বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাটা কিন্তু গর্বের বিষয়। আগেও চেষ্টা করেছি দলের জন্য ম্যাচ জেতানোর। এটাও আলাদা কিছু নয়। চেষ্টা করব ভালো কিছু করার।’ 

লিটনের নেতৃত্বে আফগানিস্তানকে টেস্টে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষেও নেতৃত্ব দিয়েছেন তিনি। যেসব ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন, সাফল্য পেয়েছে দল। লিটন বললেন, তাঁর কোনো জাদু নেই, ‘ম্যাজিক না ভাই, সব খেলোয়াড়েরা পারফর্ম করছে, এটাই বড় জিনিস। খেলোয়াড়েরা পারফর্ম করলে, ম্যাচ জেতালে, সেটা অধিনায়কের নাম হয়। অধিনায়ক এখানে আলাদা করে কোনো কিছু করে না। একাদশ ইলেভেনই থাকে সব সময়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত