Ajker Patrika

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানদের নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৬: ২৭
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানদের নতুন রেকর্ড

ওভারের পর ওভার পেরিয়ে যাচ্ছে। তবু আফগানিস্তানের উইকেটের দেখাই পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা। বরং সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজদের হতাশায় ডুবিয়ে রেকর্ড গড়েছে আফগানরা। 

চট্টগ্রামে আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই সুযোগ কাজে লাগিয়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। প্রথম পাওয়ারপ্লেতে ১০ ওভারে আফগানরা করে কোনো উইকেট না হারিয়ে করে ৬৭ রান। 

১০ ওভার পেরোনোর পর আরও বিধ্বংসী হয়ে ওঠে আফগানিস্তান। ওয়ানডেতে নিজেদের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড করে ফেলেছে। ২৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে আফগানদের স্কোর ১৬২ রান। ফিফটি করে সেঞ্চুরির কাছাকাছি আছেন গুরবাজ। ৯২ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৯৩ রান করেছেন আফগান এই ওপেনার। আর ৬১ বলে ৪৩ রান করেছেন ইব্রাহিম। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বনিম্ন ২৫ রান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 

ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে আফগানদের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ১১ বছর আগের। শারজায় নেদারল্যান্ডসের বিপক্ষে ২০১২-তে জাভেদ আহমাদি ও করিম সাদিক ১৪১ রানের জুটি গড়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত