Ajker Patrika

রশিদ-মুজিবকে ‘ওয়ার্ন-মুরালি’ মনে হচ্ছে বাংলাদেশের সহকারী কোচের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৭: ৩৭
রশিদ-মুজিবকে ‘ওয়ার্ন-মুরালি’ মনে হচ্ছে বাংলাদেশের সহকারী কোচের

আফগানিস্তানের স্পিন নিয়ে বাংলাদেশের ব্যাটারদের ‘আতঙ্ক’ পুরোনো আলোচনা। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেও সেই জুজু ফিরে এসেছে। রশিদ খান-মুজিব উর রহমানদের সামনে অসহায় ঠেকছে সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়দেরও। 

আগামীকাল শেষ ওয়ানডে পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসের কথায়ও আফগান স্পিন জুজুর ব্যাপারটা পরিষ্কার। তবে এ নিয়ে চিন্তিত নন পোথাস। তাঁর মতে, রশিদ-মুজিবদের সামনে বিশ্বের সেরা ব্যাটারদেরও ভুগতে হয়। নিজ দলের ব্যাটারদের ঢাল হয়েও তিনি বলেছেন, ‘আমার মতে, প্রশ্নটা এমন না যে এই স্পিনারদের পড়তে আমরা ভুগছি। প্রশ্নটা হলো, পুরো বিশ্ব কতটা ভুগছে। র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থানেই বোঝা যায়, বিশ্বের সবাই তাদের বল পড়তে ভুগছে।’ 

প্রথম ওয়ানডেতে তিন স্পিনার রশিদ, মুজিব ও নবী মিলে ২৪ ওভারে বাংলাদেশের ৫ উইকেট শিকার করেন। তাঁদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা ৬৯ রান নিতে পেরেছেন। দ্বিতীয়টিতেও দুর্দান্ত বোলিংয়ের প্রদর্শনী দেখিয়ে ২৫ ওভারে ৯৭ রান দিয়ে তিন স্পিনার মিলে নিয়েছেন ৬ উইকেট। আফগান স্পিনারদের নিয়ে তাই পোথাসের কণ্ঠে মুগ্ধতা, ‘সত্যি বলতে, আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বের সেরা। এটাই বাস্তবতা। তাদের দলে এমন তিনজন স্পিনার আছে, যারা বিশ্বজুড়ে সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। যেকোনো অধিনায়কের জন্য এটি স্বপ্ন। যার হাতেই বল তুলে দেওয়া হয়, সে কাজটা করে দেয়। তারা অসাধারণ।’

আফগান স্পিনারদের শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে তুলনা করে পোথাস বলেছেন, ‘সবাই কি ওয়ার্নকে পড়তে পারত? সবাই কি মুরালিধরনকে পড়তে পারত? না! এ কারণেই তারা বিশ্বের সেরা। এ কারণেই বিশ্বের সব টুর্নামেন্টে রহস্য স্পিনারদের পেছনে এত বেশি টাকা খরচ করে। বিষয়টা এমন নয় যে আমরা পারছি না। পুরো বিশ্বই পারছে না। প্রশ্নটা হচ্ছে, আমরা এর বিপক্ষে কীভাবে খেলব এবং আরও ভালো করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত