Ajker Patrika

বাংলাদেশের আসল ছবিটাই এখন দেখছেন হাথুরু

লাইছ ত্বোহা, চট্টগ্রাম থেকে
বাংলাদেশের আসল ছবিটাই এখন দেখছেন হাথুরু

তামিমের অবসর ইস্যুর পর আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ, খেলোয়াড়দের মানসিকভাবে ভালো থাকার উপায় নেই। গতকাল প্রায় সারাটা দিন টিম হোটেলের লবিতে যেন খেলোয়াড়দের ছায়াও দেখা গেল না। এমন বাংলাদেশ দেখা যায়নি অনেক 
দিন হলো।

গতকাল আনুষ্ঠানিক অনুশীলন ছিল না দলের। তবে ঐচ্ছিক অনুশীলনে টি-টোয়েন্টি দলের রনি তালুকদার, নাসুম আহমেদ, রিশাদ হাসান, শামীম হোসেনকে নিয়ে মাঠে যান চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের দ্বিতীয় পর্বটা খুব উপভোগ করছেন, কদিন আগেই আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন হাথুরুসিংহে। উপভোগ করার মতোই সময় কাটছিল তাঁর। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু হলেও পরে শুধুই জয়ের ভেলায় চড়ে এগিয়ে যাওয়া।

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ, দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড তো পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। তবে বাংলাদেশের দ্বিতীয় পর্বে হাথুরুর যে ‘মধুচন্দ্রিমা’ চলছিল, সেটি শেষ হয়ে এসেছে। গত পাঁচ মাসের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে কঠিন সময় পার করছেন হাথুরু। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অবসর ঘোষণা এবং ফেরা, প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার—ড্রেসিংরুম থেকে মাঠ কোথাও স্বস্তিতে নেই বাংলাদেশ।এত দিনে আসল ছবিটা দেখছেন হাথুরু।

দেশের মাঠে আফগানিস্তানের কাছেই এভাবে সিরিজ হারের পর বড় প্রশ্ন, এশিয়া কাপ, বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর বিপক্ষে বাংলাদেশকে নিয়ে বড় আশা করা যায়? ক্রিকেট অধিনায়কের খেলা হলেও এ সময়ের ক্রিকেটে কোচরাও কখনো কখনো হয়ে ওঠেন অনেক গুরুত্বপূর্ণ। বোর্ডের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা পাওয়া হাথুরুও ব্যতিক্রম নন।

হাথুরু বাংলাদেশে ফেরার পর তাঁর স্বভাবসুলভ কিছু কঠোর বার্তা অকপটেই জানিয়েছেন। যেমন—আফিফ হোসেনকে সিরিজের মাঝপথে দল থেকে ঢাকা পাঠিয়ে জানিয়েছেন, কারও চেহারা দেখে বাদ দেওয়া হয়নি। মাহমুদউল্লাহকে এখনো বিবেচনায় নেননি হাথুরু।

সাকিব আল হাসান, লিটন দাসের মতো তারকা ক্রিকেটারদের আইপিএল খেলতে ছাড়েননি। মার্চ-এপ্রিলে পুরো আয়ারল্যান্ড সিরিজ খেলে তবেই লিটন গিয়েছিলেন। সাকিব তো পরে আর গেলেনই না আইপিএল খেলতে। সর্বশেষ তামিমের ফিটনেস নিয়ে হাথুরুর অসন্তুষ্টির খবর জানাই গেল।

কড়া হেডমাস্টার হিসেবে পরিচিতি পাওয়া হাথুরুর সিদ্ধান্তই যেন বাংলাদেশ দলে শেষ কথা। তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করার ‘সাহস’ ক্রিকেটারদের কমই আছে। তবে তামিমের ঘটনাটা হাথুরুর জন্যও একটা ধাক্কা। তিনি দেখলেন দলের একটি বিষয় সমাধান করতে ক্রিকেট বোর্ড ব্যর্থ। সেটির সমাধান আসছে বাইরে থেকে। এই চর্চা সামনে অব্যাহত থাকলে এবারও বাংলাদেশে তাঁর পথ চলাটা কঠিন হতে বাধ্য।

হাথুরু একাধিকবার দাবি করেছেন, তিনি আগের চেয়ে পরিণত। ক্রিকেটারদেরও তাঁকে অনেক শান্ত মনে হয়। কিন্তু তামিমের অবসর-কাণ্ডে হাথুরুকে অনেক কিছু নতুন করে ভাবতে হবে। টানা জয়ের মধ্যে থাকায় তাঁর পথ চলাটা যতটা মসৃণ মনে হচ্ছিল, এখন ততটাই কঠিন। সামনে কঠিন কঠিন সব চ্যালেঞ্জে বাংলাদেশ যত পা হড়কাবে, ততই আলোচনা-সমালোচনা হবে আর হাথুরুর কাজ কঠিন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত