Ajker Patrika

আপাতত লিটনের কাঁধে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৮: ৩৩
আপাতত লিটনের কাঁধে বাংলাদেশ

তামিম ইকবালের হঠাৎ অবসরে ওলটপালট হয়ে গেছে অনেক কিছু। বাংলাদেশের ওয়ানডে দল হয়ে পড়েছে নেতৃত্বশূন্য। এমন অবস্থায় আপৎকালীন অধিনায়কের নাম জানিয়েছেন নাজমুল হাসান পাপন। 

বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজে তামিম ছিলেন অধিনায়ক ও আর সহ-অধিনায়ক ছিলেন লিটন দাস। গত পরশু সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেন ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। তামিমের অবসর ঘোষণায় লিটনকে ওয়ানডে অধিনায়ক করেছেন পাপন। গত রাতে জরুরি সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের কাছে ওয়ানডের অধিনায়ক তামিম। এখন অবধি সেটা আছে। কোনো কারণে তামিম না খেললে সহ-অধিনায়ক নেতৃত্ব দেবে। লিটন দাস রয়েছে।’ 

কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন লিটন। চোটে পড়ায় টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারেননি। লিটনের নেতৃত্বে এই টেস্টে বাংলাদেশ ৫৪৬ রানের জয় পায়। আর সীমিত ওভারে নেতৃত্ব বাংলাদেশের এই ব্যাটারের কাছে নতুন কিছু নয়। গত বছরের ডিসেম্বরে লিটনের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ভারতের বিপক্ষে। 

তামিমের পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি। মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছিল তাঁর। ওয়ানডে অভিষেকে ১৪ বলে ৪ রান করেছিলেন রনি। ৮ ও ১১ জুলাই হবে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার নেওয়া ‘নাম না শোনা’ বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি কারা

জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন

পদোন্নতি পেয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান

সড়কে ছড়িয়ে ছিল বিপুলসংখ্যক জাতীয় পরিচয়পত্র, পরে উদ্ধার

২৯ মিলিয়ন ডলার নিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান, যার নাম শোনেনি কেউ: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত