অরক্ষিত রেলক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনা
চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। এসব রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই, তেমনি রাখা হয়নি কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা। ফলে উন্মুক্ত রেলগেট দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহন এবং পথচারীদের প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয়।