Ajker Patrika

এক বছরে নির্যাতিত ২৪৩ নারী-শিশু

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ৫২
এক বছরে নির্যাতিত ২৪৩ নারী-শিশু

রাজশাহী জেলায় গেল বছর ২৪৩ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) এ তথ্য জানিয়েছে। রাজশাহীতে দীর্ঘদিন ধরেই নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে সংস্থাটি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লফস জানিয়েছে, ২০২১ সালে রাজশাহীতে ২৯টি নারী ও শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আত্মহত্যার ঘটনা ৩৯। হত্যা ও আত্মহত্যা চেষ্টা হয়েছে আটটি। ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৭ টি। ধর্ষণের পর হত্যাকাণ্ড আরও একটি। এ ছাড়া ১০টি ধর্ষণচেষ্টা, ২৮টি যৌন নির্যাতন, ৪০টি শারীরিক নির্যাতন, ১০টি পর্নোগ্রাফি এবং নিখোঁজ ও অপহরণের শিকার হয়েছেন ৩১ জন নারী ও শিশু। এতে ভুক্তভোগী ১০৭ জন শিশু ও ১৩৬ জন নারী। সব মিলিয়ে ২৪৩ জন নারী ও শিশু নির্যাতনের শিকার।

লফস মনে করে, রাজশাহী অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি ব্যাপক মাত্রায় অবনতি ঘটছে। করোনা মহামারিও থামাতে পারেনি নারী ও শিশু নির্যাতনের ঘটনা। একের পর এক কৌশলে নারী ও শিশু নির্যাতিত হচ্ছে। যৌতুক ও পরকীয়ার কারণে নির্যাতনের এক ভয়ংকর রূপ বেরিয়ে আসছে।

লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, ‘সংবাদপত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোনো তথ্য জানা যায় না। করোনা মহামারির কারণে অজানা আতঙ্ক থাকলেও নারী ও শিশু নির্যাতন থেমে থাকেনি। বরং নির্যাতনের কৌশল পরিবর্তন হয়েছে। ধর্ষণ বেড়েছে। সামাজিক মাধ্যমে অন্তরঙ্গ মুহূর্তগুলো ছড়িয়ে দেওয়ার প্রবণতাও বাড়ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত