রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের এক বছর পূর্ণ হয়েছে গতকাল বুধবার। আরএমপির এই ইউনিটটি শহরজুড়ে লাগানো পুলিশের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা মনিটরিং করে। এর মাধ্যমে এক বছরে শহরে ৩০ থেকে ৪০ ভাগ অপরাধ কমে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
ইউনিটটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক বছরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শতাধিক চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন ও চোর শনাক্ত করা সম্ভব হয়েছে। ২৫টির বেশি ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা গেছে। যৌন হয়রানির মতো ২০টি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। ২০টি মারামারির ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। বিভিন্ন বয়সী মানুষের হারিয়ে যাওয়া কিংবা অপহরণ নাটকের মতো ১৫টি ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে মোট জনবল নয়জন। একজন সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে অপারেশন ও টেকনিক্যাল কার্যক্রমের জন্য একজন পরিদর্শক, একজন উপপরিদর্শক ও ছয়জন কনস্টেবল এবং বেতার কমিউনিকেশনের জন্য তিনজন কনস্টেবল পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস আজকের পত্রিকাকে জানান, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মহানগরীর সব গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় ও স্থাপনার নিরাপত্তায় ৩৫০ সিসি ক্যামেরা স্থাপন করা আছে। মোট ৫০০ ক্যামেরা স্থাপন করা হবে। শহরের রাস্তা সম্প্রসারণের কাজ চলমান থাকায় বাকিগুলো লাগানো সম্ভব হচ্ছে না।
তবে এখনকার ৩৫০টি ক্যামেরার কারণেই গত বছরের তুলনায় শহরে ৩০ থেকে ৪০ ভাগ অপরাধ কমেছে বলেও জানিয়েছেন গোলাম রুহুল কুদ্দুস।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের এক বছর পূর্ণ হয়েছে গতকাল বুধবার। আরএমপির এই ইউনিটটি শহরজুড়ে লাগানো পুলিশের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা মনিটরিং করে। এর মাধ্যমে এক বছরে শহরে ৩০ থেকে ৪০ ভাগ অপরাধ কমে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
ইউনিটটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক বছরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শতাধিক চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন ও চোর শনাক্ত করা সম্ভব হয়েছে। ২৫টির বেশি ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা গেছে। যৌন হয়রানির মতো ২০টি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। ২০টি মারামারির ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। বিভিন্ন বয়সী মানুষের হারিয়ে যাওয়া কিংবা অপহরণ নাটকের মতো ১৫টি ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে মোট জনবল নয়জন। একজন সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে অপারেশন ও টেকনিক্যাল কার্যক্রমের জন্য একজন পরিদর্শক, একজন উপপরিদর্শক ও ছয়জন কনস্টেবল এবং বেতার কমিউনিকেশনের জন্য তিনজন কনস্টেবল পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস আজকের পত্রিকাকে জানান, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মহানগরীর সব গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় ও স্থাপনার নিরাপত্তায় ৩৫০ সিসি ক্যামেরা স্থাপন করা আছে। মোট ৫০০ ক্যামেরা স্থাপন করা হবে। শহরের রাস্তা সম্প্রসারণের কাজ চলমান থাকায় বাকিগুলো লাগানো সম্ভব হচ্ছে না।
তবে এখনকার ৩৫০টি ক্যামেরার কারণেই গত বছরের তুলনায় শহরে ৩০ থেকে ৪০ ভাগ অপরাধ কমেছে বলেও জানিয়েছেন গোলাম রুহুল কুদ্দুস।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫