Ajker Patrika

আলো ঝলমলে আরেক সড়ক

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩: ২৩
আলো ঝলমলে আরেক সড়ক

রাজশাহী নগরীর আরও একটি নতুন চার লেন সড়কের আংশিক আলোকায়ন করা হয়েছে। নগরীর আলিফ লাম মীম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত সড়কটিতে দৃষ্টিনন্দন সড়কবাতির উদ্বোধন করা হয়েছে। সড়কটির আলিফ লাম মীম ভাটার মোড় থেকে নাদের হাজির মোড় পর্যন্ত সড়কবাতি বসানো হয়েছে।

গত মঙ্গলবার ফলক উন্মোচন ও সুইচ চেপে আলোকায়নের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

প্রথম পর্যায়ে সাড়ে ছয় কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এ সড়কের আড়াই কিলোমিটার অংশের আইল্যান্ডে ৮৭টি দৃষ্টিনন্দন খুঁটি বসানো হয়েছে। প্রতিটি খুঁটিতে ২টি করে মোট ৮৭টি পোলে ১৭৪টি অত্যাধুনিক এলইডি বাল্ব লাগানো হয়েছে। এতে ব্যয় হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকা। ভবিষ্যতে বাকি অংশে ২৮৫টি দৃষ্টিনন্দন খুঁটিতে ৫৫৬টি আধুনিক সড়কবাতি বসানো হবে।

সড়ক আলোকায়নের উদ্বোধনের সময় জেলা আওয়ামী লীগের সদস্য আনিকা ফারিহা জামান অর্ণা, সিটি করপোরেশনের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি তরিকুল আলম পল্টু, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কাশিয়াডাঙ্গা মোড় থেকে বিলসিমলা রেল ক্রসিং, উপশহর মোড় থেকে দড়িখরবোনা, কাদিরগঞ্জ, মহিলা কলেজ, মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে সোনাদিঘি মোড় এবং মালোপাড়া মোড় থেকে রানীবাজার মোড় পর্যন্ত সড়কে দৃষ্টিনন্দন এসব এলইডি সড়কবাতি লাগানো হয়। বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হয়। সড়ক বাতিগুলো আলোর পাশাপাশি নগরীর সৌন্দর্য বৃদ্ধি করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত