মনিরামপুরে ১২ দিন বন্ধ করোনা টিকার নিবন্ধন
মনিরামপুরে ১২ দিন ধরে বন্ধ রয়েছে করোনার টিকার নিবন্ধন। স্থানীয়দের অভিযোগ, এ কয়েক দিনে সুরক্ষা অ্যাপে ঢুকে টিকার জন্য নতুন করে কেউ নিবন্ধন করতে পারছেন না। টিকার নিবন্ধন বন্ধ থাকার বিষয়টি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তার নজরে এলেও এ বিষয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারেননি তিনি।