স্কুলের খেলার মাঠে গাড়ি পার্কিং
কেশবপুরের মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে গাড়ি পার্কিংয়ের অভিযোগ উঠেছে। চার মাস ধরে বিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে মাঠটিতে মাটি বহনকারী ট্রলি, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ বিভিন্ন গাড়ি পার্কিং করা হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে।