Ajker Patrika

ইমার পাশে দাঁড়ালেন ইউএনও

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৩: ০৭
Thumbnail image

কেশবপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দোকান কর্মচারীর মেয়ে ইমামা ইসলাম ইমার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ইমা মেডিকেলে সুযোগ পেলেও টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না। ইমার পরিবারের অর্থনৈতিক কষ্টের কথা জানতে পেরে ইউএনও তাঁকে মেডিকেলে ভর্তির বিষয়ে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।

গতকাল সোমবার দুপুরে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ইমামা ইসলাম ইমার হাতে ৩০ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর ও ইমার বাবা রফিকুল ইসলাম।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ‘মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া অদম্য মেধাবী ইমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিজস্ব তহবিল থেকে ৩০ হাজার টাকা দিয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ইমা প্রতিষ্ঠিত হতে পারলে তিনি তাঁর মতো অনেক ইমাকে প্রতিষ্ঠিত ও সহযোগিতা করতে পারবেন।’

ইমামা ইসলাম ইমা যশোরের কেশবপুর উপজেলার বায়সা গ্রামের দোকান কর্মচারী রফিকুল ইসলামের মেয়ে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়ে ইমা রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত