কেশবপুর প্রতিনিধি
কেশবপুরের মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে গাড়ি পার্কিংয়ের অভিযোগ উঠেছে। চার মাস ধরে বিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে মাঠটিতে মাটি বহনকারী ট্রলি, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ বিভিন্ন গাড়ি পার্কিং করা হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে বিদ্যালয়টির খেলার মাঠে গাড়ি না রাখার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নান্দনিক এ খেলার মাঠে সারা বছর বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। গত বছর কেশবপুর উপজেলা প্রশাসন অবকাঠামো উন্নয়নে প্রাচীর ও মাঠ ভরাটের জন্য আর্থিক বরাদ্দ দিলে মাঠটি ভরাট করা হয়। ৪ মাস আগে মাঠটি খেলাধুলা করার উপযোগী করা হলেও এরপর থেকেই এখানে গাড়ি রাখা শুরু হয়। এ ছাড়া মাঠের পাশের ফুটপাত রয়েছে অবৈধ দোকানিদের দখলে।
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র লিমন হোসেন বলে, ‘বিদ্যালয়ের মাঠের ভেতর যানবাহন রাখায় এ বছর সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। মাঠটি শিগগিরই দখলমুক্ত করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হোক এটাই আমাদের সব শিক্ষার্থীদের দাবি।’
মঙ্গলকোট গ্রামের ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে যানবাহন রাখায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়াসহ এর সৌন্দর্য নষ্ট হয়েছে।
স্থানীয় কৃষক আব্দুস সামাদ মোড়ল বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার যুবকেরা মাঠটিতে খেলা করত। মাঠের পাশে বসে আমরা খেলা উপভোগ করতাম। মাঠে গাড়ি রাখার কারণে খেলাধুলা আর হয় না।’
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘বিদ্যালয়ের মাঠে গাড়ি পার্কিং করে রাখাতে নিষেধ করা হলেও চালকেরা কোনো কর্ণপাত করেন না। মাঠের মধ্য দিয়ে ট্র্যাক্টর ও ট্রলি চলাচল করায় মাঠটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের মাঠটি দখলমুক্ত করার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘গাড়ি পার্কিং করে বিদ্যালয়ের মাঠ দখল করার বিষয়টি শুনেছি। প্রশাসনিকভাবে ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, ‘এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’
কেশবপুরের মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে গাড়ি পার্কিংয়ের অভিযোগ উঠেছে। চার মাস ধরে বিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে মাঠটিতে মাটি বহনকারী ট্রলি, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ বিভিন্ন গাড়ি পার্কিং করা হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে বিদ্যালয়টির খেলার মাঠে গাড়ি না রাখার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নান্দনিক এ খেলার মাঠে সারা বছর বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। গত বছর কেশবপুর উপজেলা প্রশাসন অবকাঠামো উন্নয়নে প্রাচীর ও মাঠ ভরাটের জন্য আর্থিক বরাদ্দ দিলে মাঠটি ভরাট করা হয়। ৪ মাস আগে মাঠটি খেলাধুলা করার উপযোগী করা হলেও এরপর থেকেই এখানে গাড়ি রাখা শুরু হয়। এ ছাড়া মাঠের পাশের ফুটপাত রয়েছে অবৈধ দোকানিদের দখলে।
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র লিমন হোসেন বলে, ‘বিদ্যালয়ের মাঠের ভেতর যানবাহন রাখায় এ বছর সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। মাঠটি শিগগিরই দখলমুক্ত করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হোক এটাই আমাদের সব শিক্ষার্থীদের দাবি।’
মঙ্গলকোট গ্রামের ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে যানবাহন রাখায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়াসহ এর সৌন্দর্য নষ্ট হয়েছে।
স্থানীয় কৃষক আব্দুস সামাদ মোড়ল বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার যুবকেরা মাঠটিতে খেলা করত। মাঠের পাশে বসে আমরা খেলা উপভোগ করতাম। মাঠে গাড়ি রাখার কারণে খেলাধুলা আর হয় না।’
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘বিদ্যালয়ের মাঠে গাড়ি পার্কিং করে রাখাতে নিষেধ করা হলেও চালকেরা কোনো কর্ণপাত করেন না। মাঠের মধ্য দিয়ে ট্র্যাক্টর ও ট্রলি চলাচল করায় মাঠটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের মাঠটি দখলমুক্ত করার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘গাড়ি পার্কিং করে বিদ্যালয়ের মাঠ দখল করার বিষয়টি শুনেছি। প্রশাসনিকভাবে ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, ‘এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫