বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা চলাচলে ভোগান্তি
অল্প বৃষ্টিতেই ময়মনসিংহ নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। গতকাল সোমবার সকালে বৃষ্টিতে নগরীর ডিবি রোড, কৃষ্টপুর, সাবেহ আলী রোড, নাটক ঘরলেন, সানকিপাড়া, গুলকীবাড়ি রোড, চরপাড়া ও নয়াপাড়ার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।