Ajker Patrika

ময়মনসিংহে বিদ্যুৎ বিপর্যয় ভোগান্তিতে মানুষ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিদ্যুৎ বিপর্যয় ভোগান্তিতে মানুষ

ময়মনসিংহে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আসে সাড়ে ৩ ঘণ্টা পর। এ ছাড়া সন্ধ্যার আগে শহরের বিভিন্ন জায়গাসহ উপজেলায় বিদ্যুৎ আসার খবর পাওয়া গেলেও অব্যাহত থাকে লোডশেডিং। হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ে ভোগান্তিতে পড়ে মানুষ। বিদ্যুৎ বিভাগ বলছে, সরবরাহ স্বাভাবিক হচ্ছে।

জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মতো গতকাল দুপুরের দিকে ময়মনসিংহেও বিদ্যুৎ চলে যায়। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো জেলা। নগরীর গাঙ্গিনারপাড়ে গতকাল বেলা ৩টার দিকে দেখা গেছে বিদ্যুৎ না থাকায় দোকানপাট খুলে অন্ধকারে বসে আছেন ব্যবসায়ীরা। 
নগরীর অলকা নদী বাংলা মার্কেটের কসমেটিকস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ২টার পর বিদ্যুৎ গিয়ে সাড়ে ৫টার দিকে আসে। পুরো সময়টা দোকানপাট খোলা রেখে গরমের মধ্যে কাটাতে হয়। বিদ্যুৎ না থাকায় কোনো ক্রেতাও দোকানে আসেননি। পূজার মধ্যে ভালো কেনাবেচা হলেও গতকাল বিদ্যুতের জন্য পুরোদিনটাই শেষ হয়ে গেছে।

একই মার্কেটের ওয়াচ ওয়ার্ল্ড ঘড়ির শোরুমের ম্যানেজার রানা আহম্মেদ বলেন, যদি বড় ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তা হলে কর্তৃপক্ষ যেন দ্রুত সমাধান করেন। ধোপাখোলা মোড়ের গৃহিণী ফারহানা ইসলাম সামীয়া বলেন, ‘দুপুর থেকে বিদ্যুতের লুকোচুরি খেলায় ঘরের কাজ সম্পন্ন করতে পারিনি। পানির জন্য ঘরে ধোয়া-মোছার কাজ বাকি রয়েছে।

কলসিন্ধুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মালা রানী সরকার বলেন, ‘নগরীর মিন্টু কলেজ এলাকায় দুপুর ১২টার দিকে বিদ্যুৎ গিয়ে  বেলা সাড়ে ৩টার দিকে এসেছে আবার সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেছে। এত লম্বা লোডশেডিং আগে কোনোদিন হয়নি। শুনেছি ঢাকায় নাকি সমস্যা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হলেই বাঁচি।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগরের সম্পাদক আলী ইউসুফ বলেন, হঠাৎ করে দীর্ঘক্ষণের জন্য বিদ্যুৎ চলে যাওয়ায় প্রত্যেককে ভোগান্তিতে পড়তে হয়েছে। বিদ্যুতের এত সমস্যা বিগত বছরে আর হয়নি। কোনো কিছুর সমস্যার কারণে বিদ্যুৎ চলে গেলে কর্তৃপক্ষের উচিত বিকল্প ব্যবস্থা করে রাখা। কারণ বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তও চলা মুশকিল।

ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন-১-এ হঠাৎ করে সমস্যা দেখা দেওয়ায় সারা দেশের মতো ময়মনসিংহেও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এটি জাতীয় সমস্যা, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে ময়মনসিংহেও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক হবে বলেও জানান তিনি। তবে বিকল্প ব্যবস্থায় বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘কারিগরি ত্রুটি যেকোনো সময় হতে পারে। তবে ঢাকার লাইন পুরোপুরি মেরামত হলে বৃহত্তর ময়মনসিংহে বিদ্যুতের খুব একটা সমস্যা হবে না। আমরা বিকল্পব্যবস্থায় গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বিদ্যুৎ সরবরাহ চলমান রাখার চেষ্টা করছি। রাত ১১টার (মঙ্গলবার) মধ্যে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত