Ajker Patrika

দিনে গাড়িচালক, রাতে ডাকাতি

ময়মনসিংহ প্রতিনিধি
দিনে গাড়িচালক, রাতে ডাকাতি

ময়মনসিংহের নান্দাইলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ঢাকার দারুস সালাম থানার দ্বীপনগর এবং আদাবর থানার সুনিবিড় আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 এ সময় লুণ্ঠিত সোনা ও রুপার অলংকার উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহের এসপি মাছুম আহাম্মেদ ভূঁইয়া। তিনি বলেন, ডাকাতেরা দিনের বেলায় রিকশা বা ইজিবাইক চালাতেন এবং রাতে ডাকাতি করতেন। তাঁরা গাড়ি চালানোর সময় নতুন স্থানও সন্ধান করতেন।
গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুর জেলার লক্ষ্মীপুর গ্রামের হাসমত ব্যাপারী (৪৩), শরীয়তপুর জেলার মাওসার গ্রামের জসিম ওরফে মুন্না (৩৯) এবং চাঁদপুর জেলার পুরানপুর গ্রামের ইকবাল হোসেন (৩৫)। এর আগে ১০ অক্টোবর হাসমত-এবাদুল-মোশারফ গ্রুপের আন্তজেলা ডাকাত দলের চার সদস্য জসিম ব্যাপারী (৩৫), শামছুদ্দিন মোল্লা (৩৫), আসাদুল (২৫), শেখ সুজনকে (৩৩) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সুপার বলেন, গত ২৪ সেপ্টেম্বর রাতে নৈশপ্রহরীদের বেঁধে নান্দাইল বাজারে আব্দুল মতিনের মুক্তা জুয়েলার্স ও রফিকুল ইসলামের বিসমিল্লাহ জুয়েলার্সে ডাকাতি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে সংঘবদ্ধ ডাকাত দল। মুক্তা জুয়েলার্স থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ৪০ ভরি রুপা এবং বিসমিল্লাহ জুয়েলার্স থেকে ১৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ ভরি রুপার অলংকারসহ সাড়ে ৪ লাখ টাকা লুট করে। ডাকাতি শেষে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। তিনি আরও বলেন, ডাকাত হাসমত ব্যাপারী ১১ সেপ্টেম্বর নান্দাইলে শ্বশুরবাড়িতে বেড়ানোর অজুহাতে এসে রাতভর ডাকাতির পরিকল্পনা করেন।

 নান্দাইল বাজারে নির্বিঘ্নে ডাকাতির কাজ সম্পন্ন করার জন্য ককটেল, ডাকাতির কাজে সরঞ্জাম ও দেশীয় ধারালো অস্ত্র, রশি, লোহার রড, রামদা, শাবলসহ ২৩ সেপ্টেম্বর রাতে ১৬ জনের ডাকাত দলটি ঢাকা থেকে নান্দাইল বাজারে আসে। ডাকাতেরা নান্দাইল বাজারের বিভিন্ন অলিগলিতে ঘোরাফেরা করে রাত আড়াইটার দিকে বাজারের সাতজন নৈশপ্রহরী ও একজন পথচারীকে মুখে গামছা এবং হাত-পা রশি দিয়ে বেঁধে একটি চায়ের দোকানের ভেতর অবরুদ্ধ করে রাখে।

গ্রেপ্তার ব্যক্তিরা একাধিক দলে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত