Ajker Patrika

‘সাড়া ফেলেছে মমিসিংগা পুলাপাইন’

ময়মনসিংহ প্রতিনিধি
‘সাড়া ফেলেছে মমিসিংগা পুলাপাইন’

‘হাওর, জঙ্গল, মইষের শিং—এই তিনে ময়মনসিং’ প্রবাদ-প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো একসময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে। বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্য লালিত হয়ে আসছে এই ধারাবাহিকতায়। এ বিষয়গুলো নিয়েই ময়মনসিংহ জেলাকে তুলে ধরে এমন কিছু আঞ্চলিক কথামালা আর রসাত্মক মিশেলে ‘মমিসিংগা পুলাপাইন’ শিরোনামে তৈরি হয়েছে একটি মিউজিক ভিডিও।

গত সোমবার বিকেলে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পরই বেশ সাড়া পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে ‘মমিসিংগা পুলাপাইন’। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে সুবিশাল সেট তৈরি করে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে গানের শুটিং। গানটিতে ময়মনসিংহের বিভিন্ন পেশার শতাধিক মানুষ অংশ নেন।

গানের ব্যাপারে নির্মাতা এম জে রুমেল প্রলয় বলেন, ‘আমাদের ময়মনসিংহের মানুষকে নিয়ে একটা গান করার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। আমি চেয়েছিলাম ময়মনসিংহের একটা নিজস্ব গান থাকুক। অন্যদের কাছে আমাদের বিশেষত্ব তুলে ধরার চেষ্টা ছিল। আর গানটিতে আর্টিস্ট, কলাকুশলী, শিল্পী সবাই ময়মনসিংহের। ময়মনসিংহ আসলে কতটা সমৃদ্ধ সেইটাই বোঝানোর চেষ্টা করেছি।’

গানটির কথা লিখেছে অনিরুদ্ধ শুভ ও প্রলয়। গেয়েছেন অনিরুদ্ধ শুভ ও সিঁথি সরকার। মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন মিতু, অনিক, অপূর্ব, প্রারম্ভিকা, শিশির, প্রাপ্তি, তোয়া, আবুল মনসুর প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত