অরোরার লোভের ফাঁদে নিঃস্ব ২০০ পরিবার
‘এলাকার একটি ছেলে আমায় বলে, এই গাভি কি দিনে ৫ হাজার টাকা দেবে? গাভি বেইচা টাকা অ্যাপসে দেন, দিনে কম করে হলেও ৩ থেকে ৪ হাজার টাকা দিব। পরে ওর কথা শুনে ৬০ হাজার টাকা গাভিটি বিক্রি কইরা ফোনে টেহা ভরছি। তিন দিনে লাভ পাইছি সাড়ে ৩ হাজার টাকা। পরের দিন ওই সাইট বন্ধ অইয়া গেছে।