Ajker Patrika

২৩৮ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ১৭৭ পদ শূন্য

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
২৩৮ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ১৭৭ পদ শূন্য

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৭ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৪২টিতে দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদ শূন্য। এ বিদ্যালয়গুলোয় প্রধান শিক্ষক না থাকায় একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি দাপ্তরিক ও প্রশাসনিক কাজ করেন।

তা ছাড়া এই উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৩৫টি পদ শূন্য রয়েছে। শিক্ষক-সংকটে থাকা বিদ্যালয়গুলোর কোনো শিক্ষক অসুস্থ হলে, মাতৃত্বকালীন 
ছুটিতে থাকলে তখন দায়িত্বরত শিক্ষকদের পাঠদানে হিমশিম খেতে হয়।

গফরগাঁও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ২৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ২৩৭ জন প্রধান শিক্ষক ও ১ হাজার ২৩০ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে।

গফরগাঁও উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, ‘উপজেলার প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য আমরা নানাভাবে চেষ্টা করছি। আশা করছি শিগগির এ সমস্যার সমাধান হবে।’

গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক বলেন, ‘অবসরে যাওয়ার কারণে শূন্য পদের সৃষ্টি হয়েছে। প্রধান ও সহকারী শিক্ষকের শূন্য পদের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত এসব সমস্যার সমাধান হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত