Ajker Patrika

তেলের মূল্যবৃদ্ধিতে সরিষা চাষে আগ্রহ বেড়েছে

মিন্টু মিয়া, নান্দাইল
তেলের মূল্যবৃদ্ধিতে সরিষা চাষে আগ্রহ বেড়েছে

তেলের দাম বেশি থাকায় নান্দাইলে এবার আগাম সরিষার চাষ বেড়েছে। স্বল্প সময়ে খরচ কম, লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকছেন কৃষকেরা। এতে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

দেখা গেছে, উপজেলার গাংগাইল, চন্ডিপাশা, শেরপুর, বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নে এ বছর প্রচুর আগাম সরিষার চাষ হয়েছে। মাঠের পর মাঠ সরিষার খেতে হলুদ ফুল এসেছে। কোথাও কোথাও আবার খেতে ফুল আসতে শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে সরিষাগাছ উঠিয়ে শাক হিসেবে বিক্রি করে আবার বীজ বপন করেছেন।

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় ১৮০ হেক্টর জমিতে আগাম সরিষা চাষ হয়েছে। হেক্টরপ্রতি ১ দশমিক ২৫ টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার দুই হাজার প্রান্তিক পর্যায়ের কৃষককে সরিষার বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে।

মোয়াজ্জেমপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল হক বলেন, প্রান্তিক পর্যায়ে যেসব কৃষক সরিষা আবাদ করতে আগ্রহ প্রকাশ করেছেন, আমরা তাঁদের প্রণোদনা দিয়েছি ৷ সরিষা চাষ থেকে শুরু করে বীজ সংগ্রহ করা পর্যন্ত আমরা মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে থাকি।’

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর ১৩ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। সরিষার তেল ও শাকের চাহিদা থাকায় কৃষকদের আগ্রহ বেড়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত