Ajker Patrika

অরোরার লোভের ফাঁদে নিঃস্ব ২০০ পরিবার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী (শেরপুর)
অরোরার লোভের ফাঁদে নিঃস্ব ২০০ পরিবার

‘এলাকার একটি ছেলে আমায় বলে, এই গাভি কি দিনে ৫ হাজার টাকা দেবে? গাভি বেইচা টাকা অ্যাপসে দেন, দিনে কম করে হলেও ৩ থেকে ৪ হাজার টাকা দিব। পরে ওর কথা শুনে ৬০ হাজার টাকা গাভিটি বিক্রি কইরা ফোনে টেহা ভরছি। তিন দিনে লাভ পাইছি সাড়ে ৩ হাজার টাকা। পরের দিন ওই সাইট বন্ধ অইয়া গেছে। এমন প্রলোভনে ‘অরোরা’ নামের একটি ওয়েবসাইটে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামের কৃষক মশিউর রহমান (৩০)।

মশিউরের বাবা আবু বক্কর মারা গেছেন। সংসারে মা, স্ত্রী, সন্তানসহ সাত সদস্যের পরিবার। গাভিটি হারিয়ে সংসার নিয়ে ভীষণ দুর্ভোগে পড়েছেন তিনি।

মশিউর একা নন, তাঁর মতো উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের দুই শতাধিক পরিবারকে বেশি লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। থানায় জিডিও করেছেন ভুক্তভোগীরা।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘অ্যাপসের মাধ্যমে একটি প্রতারক চক্র মানুষের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমরা খতিয়ে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগীরা জানান, মোবাইল ফোনে ‘অরোরা’ অ্যাপসে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা বিনিয়োগে প্রতিদিন ২ হাজার ২৫০ টাকা এবং ১ লাখ টাকায় ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত মুনাফা পাওয়ার কথাও জানায় চক্রটি।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অ্যাপসগুলো ভুয়া কি না তা যাচাই-বাছাইয়ের প্রয়োজন।

যুবসমাজ ও তরুণ প্রজন্মের উচিত সতর্কতার সঙ্গে অ্যাপস ব্যবহার করা। মামলা হলে তদন্তের মাধ্যমে চক্রের মূল হোতাদের শাস্তির আওতায় আনা সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত