ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের বাজারে মাছের দাম চড়া। তবে সবজির দাম কিছুটা কম। সবজির দাম কিছুটা কম থাকায় স্বস্তিতে ক্রেতারা। তবে অস্থিরতা বাড়ে মাছের বাজারে গেলে।
ক্রেতারা বাজারে মাছের দিক তাকায় আর মনে মেন পকেটের টাকা হিসাব করে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির আমদানি বাড়ায় দাম কমেছে। তবে মাছের জোগান কম থাকায় দাম চড়া। জেলা প্রশাসন বলছে, সবার প্রচেষ্টায় বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে। বাজার সব সময় নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকবে।
ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় কাঁচাবাজার মেছুয়া বাজারে ঘুরে গতকাল দেখা যায়, সব ধরনের সবজির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমেছে। এ বছর অগ্রিম সবজির আবাদ হওয়ায় বাজারে প্রচুর সবজি উঠতে শুরু করেছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সবজি ভান্ডার খ্যাত ময়মনসিংহের ব্রহ্মপুত্র চরে এ বছর ইতিমধ্যে ১৬ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। ২০ হাজার হেক্টর জমিতে সবজি চাষের সম্ভাবনা রয়েছে। তাই আগাম সবজিতে ফলন ভালো হওয়ায় এর সুফল পাচ্ছেন ময়মনসিংহসহ সারা দেশের মানুষ।
মেছুয়া বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, শিম ৬০ টাকা কেজি, শসা ৬০ টাকা কেজি, জলপাই ৬০ টাকা কেজি, টমেটো ১২০ টাকা কেজি, মুলা ২০ টাকা কেজি, বাঁধাকপি প্রতিটি ৪০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা লাউ প্রতিটি ৫০ টাকা, গাজর ৬০ টাকা কেজি।
সবজি বিক্রেতা স্বপন মিয়া বলেন, গত দুই বছরের মধ্যে এ বছর সবচেয়ে বেশি দাম কমেছে সবজির। এক সপ্তাহ ধরে সাধারণ মানুষ স্বস্তিতে সবজি কিনতে পারছেন। কারণ, সবজির উৎপাদন চরে বেশি হওয়ায় এর সুফল পাচ্ছে সাধারণ ভোক্তারা।
মকবুল হোসেন নামের আরেক বিক্রেতা বলেন, চরের সবজির মধ্যে বাজারে বেশি পরিমাণে লাউশাক, লাউ, শিম ও আলু পাওয়া যাচ্ছে। যে কারণে বাজারে সবজির দাম অনেকটা কম। ক্রেতারা সবজি কিনতে এসে স্বস্তি প্রকাশ করছেন। সবজি ছাড়াও সাধারণের মুরগির দাম কেজিতে কমেছে ২০ থেকে ৪০ টাকা।
মুরগি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, সোনালি মুরগি ২৬০ টাকা কেজি, বয়লার মুরগি ১৪০ টাকা কেজি, লেয়ার মুরগি ২৮০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সোনালি কেজিতে ৪০ টাকা কমেছে, বয়লার কেজিতে ২০ টাকা এবং সাদা কক মুরগিতে ২০ টাকা গত সপ্তাহের তুলনায় কমেছে।
সবকিছুতে স্বস্তি বিরাজ করলেও মাছের বাজারে কিছুটা অস্থিরতা রয়েছে। ৩০০ টাকা কেজির নিচে কোনো মাছ বাজারে পাওয়া যাচ্ছে না।
মেছুয়া বাজারের মাছ বিক্রেতা হোসেন আলী বলেন, একমাত্র দেশি ছোট রুই মাছ ৩০০ টাকা কেজি, গুলশা মাছ ৫০০ টাকা কেজি, কাঁচকি মাছ ৩০০ টাকা কেজি, দেশি চিংড়ি ৭০০ টাকা, দেশি টেংরা ৪০০ টাকা, কাতল ৩০০ টাকা, বাউশ ৩২০ টাকা, গলদা চিংড়ি ৭০০ টাকা, শিং মাছ ৩৫০ টাকা, পাঙাশ ১৭০ টাকা, ফলি মাছ ৩০০ টাকা, বোয়াল মাছ ৬০০ টাকা, আইড় মাছ ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সাধারণ ক্রেতা নাজমা বেগম বলেন, ‘অনেক দিন পর সবজির দাম কিছুটা কমেছে। সব সময় বাজারটা এমন থাকলে আমাদের সাধারণ মানুষের জন্য খুব ভালো হয়। আমরা বাজার করে স্বস্তি পাচ্ছি।’
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সবার প্রচেষ্টায় বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে। এ ছাড়া চরে সবজি উৎপাদন কিছুটা বেড়েছে। তবে বাজার সব সময় নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকবে।
ময়মনসিংহের বাজারে মাছের দাম চড়া। তবে সবজির দাম কিছুটা কম। সবজির দাম কিছুটা কম থাকায় স্বস্তিতে ক্রেতারা। তবে অস্থিরতা বাড়ে মাছের বাজারে গেলে।
ক্রেতারা বাজারে মাছের দিক তাকায় আর মনে মেন পকেটের টাকা হিসাব করে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির আমদানি বাড়ায় দাম কমেছে। তবে মাছের জোগান কম থাকায় দাম চড়া। জেলা প্রশাসন বলছে, সবার প্রচেষ্টায় বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে। বাজার সব সময় নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকবে।
ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় কাঁচাবাজার মেছুয়া বাজারে ঘুরে গতকাল দেখা যায়, সব ধরনের সবজির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমেছে। এ বছর অগ্রিম সবজির আবাদ হওয়ায় বাজারে প্রচুর সবজি উঠতে শুরু করেছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সবজি ভান্ডার খ্যাত ময়মনসিংহের ব্রহ্মপুত্র চরে এ বছর ইতিমধ্যে ১৬ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। ২০ হাজার হেক্টর জমিতে সবজি চাষের সম্ভাবনা রয়েছে। তাই আগাম সবজিতে ফলন ভালো হওয়ায় এর সুফল পাচ্ছেন ময়মনসিংহসহ সারা দেশের মানুষ।
মেছুয়া বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, শিম ৬০ টাকা কেজি, শসা ৬০ টাকা কেজি, জলপাই ৬০ টাকা কেজি, টমেটো ১২০ টাকা কেজি, মুলা ২০ টাকা কেজি, বাঁধাকপি প্রতিটি ৪০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা লাউ প্রতিটি ৫০ টাকা, গাজর ৬০ টাকা কেজি।
সবজি বিক্রেতা স্বপন মিয়া বলেন, গত দুই বছরের মধ্যে এ বছর সবচেয়ে বেশি দাম কমেছে সবজির। এক সপ্তাহ ধরে সাধারণ মানুষ স্বস্তিতে সবজি কিনতে পারছেন। কারণ, সবজির উৎপাদন চরে বেশি হওয়ায় এর সুফল পাচ্ছে সাধারণ ভোক্তারা।
মকবুল হোসেন নামের আরেক বিক্রেতা বলেন, চরের সবজির মধ্যে বাজারে বেশি পরিমাণে লাউশাক, লাউ, শিম ও আলু পাওয়া যাচ্ছে। যে কারণে বাজারে সবজির দাম অনেকটা কম। ক্রেতারা সবজি কিনতে এসে স্বস্তি প্রকাশ করছেন। সবজি ছাড়াও সাধারণের মুরগির দাম কেজিতে কমেছে ২০ থেকে ৪০ টাকা।
মুরগি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, সোনালি মুরগি ২৬০ টাকা কেজি, বয়লার মুরগি ১৪০ টাকা কেজি, লেয়ার মুরগি ২৮০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সোনালি কেজিতে ৪০ টাকা কমেছে, বয়লার কেজিতে ২০ টাকা এবং সাদা কক মুরগিতে ২০ টাকা গত সপ্তাহের তুলনায় কমেছে।
সবকিছুতে স্বস্তি বিরাজ করলেও মাছের বাজারে কিছুটা অস্থিরতা রয়েছে। ৩০০ টাকা কেজির নিচে কোনো মাছ বাজারে পাওয়া যাচ্ছে না।
মেছুয়া বাজারের মাছ বিক্রেতা হোসেন আলী বলেন, একমাত্র দেশি ছোট রুই মাছ ৩০০ টাকা কেজি, গুলশা মাছ ৫০০ টাকা কেজি, কাঁচকি মাছ ৩০০ টাকা কেজি, দেশি চিংড়ি ৭০০ টাকা, দেশি টেংরা ৪০০ টাকা, কাতল ৩০০ টাকা, বাউশ ৩২০ টাকা, গলদা চিংড়ি ৭০০ টাকা, শিং মাছ ৩৫০ টাকা, পাঙাশ ১৭০ টাকা, ফলি মাছ ৩০০ টাকা, বোয়াল মাছ ৬০০ টাকা, আইড় মাছ ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সাধারণ ক্রেতা নাজমা বেগম বলেন, ‘অনেক দিন পর সবজির দাম কিছুটা কমেছে। সব সময় বাজারটা এমন থাকলে আমাদের সাধারণ মানুষের জন্য খুব ভালো হয়। আমরা বাজার করে স্বস্তি পাচ্ছি।’
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সবার প্রচেষ্টায় বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে। এ ছাড়া চরে সবজি উৎপাদন কিছুটা বেড়েছে। তবে বাজার সব সময় নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪