Ajker Patrika

প্যানা-পোস্টার বিলবোর্ডে নষ্ট নগরের সৌন্দর্য

ময়মনসিংহ প্রতিনিধি
প্যানা-পোস্টার বিলবোর্ডে নষ্ট নগরের সৌন্দর্য

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পাঁচ দিন পরেও মহানগরীর রাস্তাঘাট ও অলিগলিতে সাঁটানো নেতাদের প্যানা-পোস্টার এবং বিলবোর্ড সরানো হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক নেতাসহ সাধারণ মানুষ। মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু জানিয়েছেন, প্যানা-পোস্টার এবং বিলবোর্ড অপসারণের কাজ চলছে।

জানা গেছে, গত শনিবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয় জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘ ছয় বছর পর এবং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।

 তাই তৃণমূল নেতা-কর্মীরা জেলা ও মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে তাঁদের প্রিয় নেতাকে দেখতে নগরজুড়ে সম্মেলনের এক মাস আগে থেকেই টানান প্যানা-পোস্টার এবং বিলবোর্ড। এতে গুরুত্বপূর্ণ স্থাপনাও ঢাকা পড়ে। চলাচলে বিঘ্ন ঘটে চালকদের। নগরীতে সবচেয়ে বেশি প্যানা-পোস্টার এবং বিলবোর্ড টানান সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, সাবেক মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং নবগঠিত জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। সম্মেলনের পাঁচ দিন পরেও নেতাদের লাগানো প্যানা-পোস্টার এবং বিলবোর্ডে অপরিচ্ছন্ন নগরী। এতে ক্ষোভ জানিয়ে দ্রুত প্যানা-পোস্টার এবং বিলবোর্ড সরানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

নগরীর ধোপাখোলা মোড়ের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ‘সম্মেলন শেষ হলেও এগুলো অপসারণ না করা দুঃখজনক।’

ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে নগরীর বিভিন্ন মোড়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। কিন্তু সেগুলো প্যানা-পোস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এমনটা কাম্য নয়।’

জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে এক মাস আগে থেকেই নগরজুড়ে টাঙানো হয় প্যানা-পোস্টার এবং বিলবোর্ড। ঢেকে দেওয়া হয় গুরুত্বপূর্ণ স্থাপনা। সৌন্দর্যবর্ধনের জায়গাগুলো ফাঁকা রাখতে মেয়রকে বলা হলেও তা কাজে আসেনি। এসব সরানোর মেয়রের দায়িত্বের মধ্যে পড়ে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও নবগঠিত কমিটির মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেন, ‘দীর্ঘদিন পর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সবার মধ্যেই একটা উদ্দীপনা ছিল। নেতা-কর্মীরাও সাধ্যমতো প্যানা-পোস্টার এবং বিলবোর্ড লাগিয়েছে। তবে শহরকে পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যে প্যানা-পোস্টার এবং বিলবোর্ড অপসারণের কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে দু-এক দিনের মধ্যে সব অপসারণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত