Ajker Patrika

বন্য হাতি-আতঙ্ক, রাত জেগে খেত পাহারা

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৫: ৪১
বন্য হাতি-আতঙ্ক, রাত জেগে খেত পাহারা

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে রাত হলেই পাহাড়ি জঙ্গল থেকে নেমে আসে বন্য হাতির দল। এরপর তাণ্ডব চালিয়ে নষ্ট করছে খেতের আধা-পাকা ধান। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে কৃষকদের। রাত জেগে খেত পাহারা দিচ্ছেন তাঁরা। ভয়ে অনেকে কেটে ফেলছেন কাঁচা ধান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন আজকের পত্রিকাকে বলেন, ‘হাতির আক্রমণের বিষয়ে অবগত রয়েছি। নিয়মিত সীমান্ত এলাকা মনিটরিং করা হচ্ছে। বন্য হাতিকে কোনো প্রকার মারধর করা যাবে না। তবে কীভাবে আক্রমণ বন্ধ করা যায় সেই বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

চারুয়াপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার বিল্লাল হোসেন জানান, ‘ভারতীয় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করার মাধ্যমে আলোচনা করার প্রস্তুতি চলছে। বন্য হাতি আসা বন্ধের বিষয়ে কথা বলা হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের নয়াপাড়া, দিগলবাঘ, কড়ইগড়া ও উত্তর রানীপুর সীমান্ত দিয়ে এক সপ্তাহ ধরে প্রতিনিয়ত সীমান্তের অভ্যন্তরে দল বেঁধে প্রবেশ করছে বন্য হাতি। রাত ৮টা থেকে ১১টার মধ্যে ১৫ থেকে ২০টি হাতি দল বেঁধে প্রবেশ করে। ফসলি জমিতে তাণ্ডব চালিয়ে বন্য হাতির দল আবার চলে যাচ্ছে ভারতে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, ‘সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা নিয়ে বিজিবির সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত