ময়মনসিংহ প্রতিনিধি
ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে ময়মনসিংহের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী যানবাহনে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে চালক ও যাত্রীরা কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও সমর্থন জানিয়েছেন পরিবহন নেতারা।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিজয় দিবস এবং আইজিপির ময়মনসিংহে আগমন উপলক্ষে আটটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে মহানগরীর শম্ভুগঞ্জ মোড়, রহমতপুর বাইপাস, দিঘারকান্দা বাইপাস, নান্দাইল চৌরাস্তা, ঈশ্বরগঞ্জ, চুরখাই, ত্রিশাল ও ভালুকায় চেকপোস্ট বসানো হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সরেজমিন নগরীর শম্ভুগঞ্জ মোড়, রহমতপুর বাইপাস ও দিঘারকান্দা বাইপাসে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী পরিবহন থামিয়ে প্রত্যেক যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ চেক করছে পুলিশ। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের গণপরিবহনে তল্লাশি করা হচ্ছে।
এতে পরিবহন চলাচলও অনেক কমে গেছে। ক্ষোভ জানিয়ে চালকেরা বলছেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের বারবার তল্লাশির কারণে হয়রানির পাশাপাশি যাত্রীসংখ্যা একেবারে কমে গেছে। এতে তাঁদের জ্বালানি খরচেই উঠছে না। এমন কার্যক্রমে যাত্রীরাও কিছুটা অস্বস্তি বোধ করছেন। পুলিশ বলছে, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কথা হয় ফুলপুর থেকে গাজীপুরের মাওনাগামী বৃদ্ধা বাসযাত্রী জয়দুন নেছার সঙ্গে। তিনি বলেন,‘ আমি মাওনা থেকে টাঙ্গাইলে যাব। রাস্তায় গাড়ি কম। পথে পথে পুলিশ চেক করছে। এ জন্য কিছুটা ভয়ে আছি। পুলিশ বাসে উঠে সবকিছু একেক করে চেক করছে। যদিও খারাপ ব্যবহার করেনি। কিন্তু রাজনীতির জন্য আমাদের বিভিন্ন জায়গায় চেক করা হচ্ছে, সেটা দুঃখজনক।’
নান্দাইল থেকে বাসে ময়মনসিংহে আসা হুমায়ুন কবির বলেন, ‘নান্দাইলে বাসে ওঠার সময় পুলিশ চেক করছে। শম্ভুগঞ্জে আসছি, সেখানেও চেক করছে। বাইপাস মোড়েও গাড়ি দাঁড় করিয়ে পুলিশ চেক করছে। জানি না, ঢাকা পর্যন্ত যেতে কতবার গাড়ি থামিয়ে চেক করা হবে। আমরা কোনো রাজনীতি করি না, আমরা কেন চেকিংয়ের শিকার হচ্ছি। তা মানতে পারছি না।’
শৌখিন পরিবহনের চালক মো. রিপন বলেন, ‘ময়মনসিংহ থেকে ঢাকা যেতে কমপক্ষে ৮ থেকে ১০ বার চেকিংয়ের শিকার হতে হচ্ছে। আমাদের যাত্রীর সংখ্যা কমেছে।
আয় কমে যাওয়ায় কয়েক দিন ধরে চলতে কষ্ট হচ্ছে।’
এনা পরিবহনের সহকারী ম্যানেজার মো. আলম বলেন, ‘তিন থেকে চার দিন ধরে ঢাকাগামী যাত্রীর চাপ একেবারে কম। বিএনপির সমাবেশকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই আমাদের যাত্রীর সংখ্যা কমে গেছে।’
দিঘারকান্দা বাইপাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশের তল্লাশির কারণে রাস্তায় যানবাহন কমে গেছে। এতে যাত্রীর চাপও কমেছে।’
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক হারুণ অর রশিদ বলেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র জনগণের জানমালের নিরাপত্তায় সকাল আটটা থেকে মহানগরীর রহমতপুর বাইপাস, শম্ভুগঞ্জ মোড়, দিঘারকান্দা বাইপাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। প্রত্যেকটি চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা বলেন, ‘ময়মনসিংহে আইজিপি স্যারের আগমন এবং ১৬ ডিসেম্বর উপলক্ষে জেলার আটটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে ময়মনসিংহের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী যানবাহনে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে চালক ও যাত্রীরা কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও সমর্থন জানিয়েছেন পরিবহন নেতারা।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিজয় দিবস এবং আইজিপির ময়মনসিংহে আগমন উপলক্ষে আটটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে মহানগরীর শম্ভুগঞ্জ মোড়, রহমতপুর বাইপাস, দিঘারকান্দা বাইপাস, নান্দাইল চৌরাস্তা, ঈশ্বরগঞ্জ, চুরখাই, ত্রিশাল ও ভালুকায় চেকপোস্ট বসানো হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সরেজমিন নগরীর শম্ভুগঞ্জ মোড়, রহমতপুর বাইপাস ও দিঘারকান্দা বাইপাসে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী পরিবহন থামিয়ে প্রত্যেক যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ চেক করছে পুলিশ। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের গণপরিবহনে তল্লাশি করা হচ্ছে।
এতে পরিবহন চলাচলও অনেক কমে গেছে। ক্ষোভ জানিয়ে চালকেরা বলছেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের বারবার তল্লাশির কারণে হয়রানির পাশাপাশি যাত্রীসংখ্যা একেবারে কমে গেছে। এতে তাঁদের জ্বালানি খরচেই উঠছে না। এমন কার্যক্রমে যাত্রীরাও কিছুটা অস্বস্তি বোধ করছেন। পুলিশ বলছে, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কথা হয় ফুলপুর থেকে গাজীপুরের মাওনাগামী বৃদ্ধা বাসযাত্রী জয়দুন নেছার সঙ্গে। তিনি বলেন,‘ আমি মাওনা থেকে টাঙ্গাইলে যাব। রাস্তায় গাড়ি কম। পথে পথে পুলিশ চেক করছে। এ জন্য কিছুটা ভয়ে আছি। পুলিশ বাসে উঠে সবকিছু একেক করে চেক করছে। যদিও খারাপ ব্যবহার করেনি। কিন্তু রাজনীতির জন্য আমাদের বিভিন্ন জায়গায় চেক করা হচ্ছে, সেটা দুঃখজনক।’
নান্দাইল থেকে বাসে ময়মনসিংহে আসা হুমায়ুন কবির বলেন, ‘নান্দাইলে বাসে ওঠার সময় পুলিশ চেক করছে। শম্ভুগঞ্জে আসছি, সেখানেও চেক করছে। বাইপাস মোড়েও গাড়ি দাঁড় করিয়ে পুলিশ চেক করছে। জানি না, ঢাকা পর্যন্ত যেতে কতবার গাড়ি থামিয়ে চেক করা হবে। আমরা কোনো রাজনীতি করি না, আমরা কেন চেকিংয়ের শিকার হচ্ছি। তা মানতে পারছি না।’
শৌখিন পরিবহনের চালক মো. রিপন বলেন, ‘ময়মনসিংহ থেকে ঢাকা যেতে কমপক্ষে ৮ থেকে ১০ বার চেকিংয়ের শিকার হতে হচ্ছে। আমাদের যাত্রীর সংখ্যা কমেছে।
আয় কমে যাওয়ায় কয়েক দিন ধরে চলতে কষ্ট হচ্ছে।’
এনা পরিবহনের সহকারী ম্যানেজার মো. আলম বলেন, ‘তিন থেকে চার দিন ধরে ঢাকাগামী যাত্রীর চাপ একেবারে কম। বিএনপির সমাবেশকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই আমাদের যাত্রীর সংখ্যা কমে গেছে।’
দিঘারকান্দা বাইপাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশের তল্লাশির কারণে রাস্তায় যানবাহন কমে গেছে। এতে যাত্রীর চাপও কমেছে।’
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক হারুণ অর রশিদ বলেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র জনগণের জানমালের নিরাপত্তায় সকাল আটটা থেকে মহানগরীর রহমতপুর বাইপাস, শম্ভুগঞ্জ মোড়, দিঘারকান্দা বাইপাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। প্রত্যেকটি চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা বলেন, ‘ময়মনসিংহে আইজিপি স্যারের আগমন এবং ১৬ ডিসেম্বর উপলক্ষে জেলার আটটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪