তাইওয়ানে ঘুরতে গেলে উল্টো মিলবে অর্থ
দেশ-বিদেশে ঘুরতে যাওয়া যাঁদের শখ, টেঁকে টান পড়লে তাঁরা নাকি কিডনি বিক্রি করতেও রাজি! হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকের হাসান নামক চরিত্রের মতো বলতে হয়, ‘শখ কোনো তুচ্ছ বিষয় না।’ তবে ঘুরতে যাওয়ার কারণে কিডনি বিক্রি করার মতো মানুষ বাস্তবে নেই বললেই চলে। টেঁকে টান পড়লে ভ্রমণের শখটাকেই বরং জলাঞ্জলি