Ajker Patrika

ভারতে এবার কেজরিওয়ালকে গ্রেপ্তারের হুমকি

কলকাতা প্রতিনিধি
ভারতে এবার কেজরিওয়ালকে গ্রেপ্তারের হুমকি

ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির (এএপি) নেতা এবং দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া এখন জেলে। আবগারি দুর্নীতি মামলায় গত মাসের শেষ দিকে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলটির নেতারা। দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারির এক বক্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি গত শুক্রবার বলেন, দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়ার মতোই অবস্থা হতে পারে আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালের। এর পর থেকেই এ নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছেন এএপির নেতা-কর্মীরা।

এদিকে, গতকাল শনিবার সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে রেলের চাকরি কেলেঙ্কারিতে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লালু প্রসাদ রেলমন্ত্রী থাকার সময় জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগের তদন্ত করছে সিবিআই। সেই তদন্তে লালু ছাড়া তাঁর স্ত্রী সাবেক মুখ্যমন্ত্রী রাবরি দেবীকেও জেরা করেছে সিবিআই। তেজস্বীর অভিযোগ, রাজনৈতিক স্বার্থেই তাঁদের হয়রানি করা হচ্ছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকেও দুর্নীতির অভিযোগে গতকাল টানা জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তৃণমূলের মন্ত্রী পার্থ ভৌমিককেও গ্রেপ্তার করা হতে পারে বলে হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এসব ঘটনা নিয়েও নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি দলীয় স্বার্থে তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত