আজকের পত্রিকা ডেস্ক
এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। রাশিয়া ভেবেছিল, আক্রমণের কয়েক দিনের মধ্যেই তারা জয়ী হবে। তবে ক্রেমলিন এখন মনে করছে, পশ্চিমাদের সঙ্গে মস্কোর ‘হাইব্রিড যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে। যুদ্ধ কত দিন চলবে—এমন প্রশ্নের জবাবে গতকাল বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ভবিষ্যদ্বাণী করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যদি ব্যাপক অর্থে যুদ্ধের কথা বলি, তাহলে বলতে হয় শত্রুদেশের সঙ্গে রাশিয়ার মোকাবিলা এবং পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে যে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে, তা দীর্ঘস্থায়ী হবে।’
পশ্চিমা গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর কয়েক দিনের মধ্যে নিজেদের উদ্দেশ্য পূরণ হবে বলে আশা করেছিল রাশিয়া, কিন্তু তা সফল হয়নি।
এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ইউক্রেনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আমরা তাঁকে এখানে দেখার অপেক্ষায় আছি। আমি তাঁর সঙ্গে কথা বলতে চাই। যুদ্ধ শুরুর আগে তাঁর সঙ্গে আমার যোগাযোগ ছিল। কিন্তু এক বছর ধরে যোগাযোগ নেই।’
এ বিষয়ে ক্রেমলিন বলছে, ইউক্রেন সফর করা উচিত কি না, সে বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে পরামর্শ দেওয়া রাশিয়ার কাজ নয়। দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘আমরা চীনের ভারসাম্যপূর্ণ অবস্থান জানি। এটিকে মূল্যায়ন করি এবং আমরা বিশ্বাস করি, চীনা নেতা নিজেই নিজের সিদ্ধান্ত নেন।’
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে বেইজিংয়ের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ২০ মার্চ তিন দিনের সফরে মস্কো যান। সফরকালে তিনি রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কথা বলেন।
এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের পক্ষ থেকে ১২ দফা শান্তি প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে যুদ্ধ বন্ধের পাশাপাশি শান্তি আলোচনার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক জোট ন্যাটোয় সুইডেনের আবেদন প্রক্রিয়ায় হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে দেশটিতে রুশ রাষ্ট্রদূতকে তলব করবে স্টকহোম। গত বছর ইউক্রেনে আক্রমণ শুরুর পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোয় সদস্য পদ পেতে আবেদন করে। দেশ দুটি আশা করছে, প্রক্রিয়া শেষ করে এ বছর তারা সদস্য পদ পাবে।
অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি গতকাল দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফর করেন।
এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। রাশিয়া ভেবেছিল, আক্রমণের কয়েক দিনের মধ্যেই তারা জয়ী হবে। তবে ক্রেমলিন এখন মনে করছে, পশ্চিমাদের সঙ্গে মস্কোর ‘হাইব্রিড যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে। যুদ্ধ কত দিন চলবে—এমন প্রশ্নের জবাবে গতকাল বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ভবিষ্যদ্বাণী করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যদি ব্যাপক অর্থে যুদ্ধের কথা বলি, তাহলে বলতে হয় শত্রুদেশের সঙ্গে রাশিয়ার মোকাবিলা এবং পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে যে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে, তা দীর্ঘস্থায়ী হবে।’
পশ্চিমা গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর কয়েক দিনের মধ্যে নিজেদের উদ্দেশ্য পূরণ হবে বলে আশা করেছিল রাশিয়া, কিন্তু তা সফল হয়নি।
এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ইউক্রেনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আমরা তাঁকে এখানে দেখার অপেক্ষায় আছি। আমি তাঁর সঙ্গে কথা বলতে চাই। যুদ্ধ শুরুর আগে তাঁর সঙ্গে আমার যোগাযোগ ছিল। কিন্তু এক বছর ধরে যোগাযোগ নেই।’
এ বিষয়ে ক্রেমলিন বলছে, ইউক্রেন সফর করা উচিত কি না, সে বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে পরামর্শ দেওয়া রাশিয়ার কাজ নয়। দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘আমরা চীনের ভারসাম্যপূর্ণ অবস্থান জানি। এটিকে মূল্যায়ন করি এবং আমরা বিশ্বাস করি, চীনা নেতা নিজেই নিজের সিদ্ধান্ত নেন।’
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে বেইজিংয়ের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ২০ মার্চ তিন দিনের সফরে মস্কো যান। সফরকালে তিনি রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কথা বলেন।
এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের পক্ষ থেকে ১২ দফা শান্তি প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে যুদ্ধ বন্ধের পাশাপাশি শান্তি আলোচনার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক জোট ন্যাটোয় সুইডেনের আবেদন প্রক্রিয়ায় হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে দেশটিতে রুশ রাষ্ট্রদূতকে তলব করবে স্টকহোম। গত বছর ইউক্রেনে আক্রমণ শুরুর পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোয় সদস্য পদ পেতে আবেদন করে। দেশ দুটি আশা করছে, প্রক্রিয়া শেষ করে এ বছর তারা সদস্য পদ পাবে।
অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি গতকাল দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফর করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪