Ajker Patrika

তাইওয়ানে ঘুরতে গেলে উল্টো মিলবে অর্থ

আজকের পত্রিকা
তাইওয়ানে ঘুরতে গেলে উল্টো মিলবে অর্থ

দেশ-বিদেশে ঘুরতে যাওয়া যাঁদের শখ, টেঁকে টান পড়লে তাঁরা নাকি কিডনি বিক্রি করতেও রাজি! হ‌ুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকের হাসান নামক চরিত্রের মতো বলতে হয়, ‘শখ কোনো তুচ্ছ বিষয় না।’ তবে ঘুরতে যাওয়ার কারণে কিডনি বিক্রি করার মতো মানুষ বাস্তবে নেই বললেই চলে। টেঁকে টান পড়লে ভ্রমণের শখটাকেই বরং জলাঞ্জলি দেন বেশির ভাগ মানুষ।

তবে এবার ভ্রমণপিপাসুদের জন্য সুখবর নিয়ে এসেছে তাইওয়ান সরকার। দেশটিতে ঘুরতে গেলে উল্টো অর্থ দেওয়া হবে ভ্রমণপিপাসুদের। স্বায়ত্তশাসিত দ্বীপদেশটির সর্বোচ্চ নেতা চেন চিয়েন-জেন গত বৃহস্পতিবার ঘোষণা দেন, দেশটিতে পর্যটক বাড়াতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাঁরা। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

তাইওয়ান সিদ্ধান্ত নিয়েছে, যেসব বিদেশি পর্যটক তাদের দেশে ঘুরতে যাবেন, তাঁদের মধ্যে ৫ লাখ পর্যটক পাবেন ৫ হাজার তাইওয়ানি ডলার (১৬৫ মার্কিন ডলার) করে। বাংলাদেশি অর্থে যা প্রায় ১৮ হাজার টাকার সমান। এ ছাড়া প্রায় ৯০ হাজার পর্যটন গ্রুপকে ২০ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে।

চেন চিয়েন-জেন আশা প্রকাশ করে বলেন, ২০২৩ সালে তাইওয়ানে আসবেন ৬০ লাখ পর্যটক। এ ছাড়া তাঁদের লক্ষ্য ২০২৫ সালে ১ কোটি পর্যটক নিয়ে আসা। এর মাধ্যমে দেশটির অর্থনীতি ও পর্যটন খাত আগের মতো চাঙা হবে। মূলত এ পরিকল্পনার অংশ হিসেবেই অর্থ দেওয়ার এই উদ্যোগ।

গত বছর তাইওয়ানে মাত্র ৯ লাখ পর্যটক ভ্রমণ করেছিলেন। সংখ্যাটি ২০১৯ সালের তুলনায় খুবই নগণ্য। সে বছর ভ্রমণ করেছিলেন ১ কোটি ১৮ লাখ পর্যটক। এরপরই করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা আসে। গত বছর নিষেধাজ্ঞা তুলে নিলেও পর্যটক বাড়েনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত