Ajker Patrika

স্বজনের পরশ পেল আফ্রা

এএফপি, জিন্দেরিস
স্বজনের পরশ পেল আফ্রা

‘সে আমার আত্মা, আমার জীবন। সে আমার পৃথিবী।’—সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে জন্ম নেওয়া শিশুকে পরিবারে পেয়ে তার ফুফা খলিল আল-সুওয়াদির অভিব্যক্তি ছিল ঠিক এমনই। মরে যাওয়া মা-বাবার পাশে পড়ে ছিল সদ্য জন্ম নেওয়া আফ্রা। সে এখন পেয়েছে আদরের পরশ। পেয়েছে নিরাপদ আশ্রয়।

তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে প্রায় অর্ধলাখ মানুষ মারা যায়। এর মধ্যেই অনেক বিরল উদ্ধারের ঘটনা ঘটে। সিরিয়ার আলেপ্পোর জিন্দেরিস শহরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় সদ্য জন্ম নেওয়া এক শিশু। কিন্তু বেঁচে নেই তার মা-বাবা।

উদ্ধারের ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হয় এ ঘটনা। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বের করা হয় মেয়েটির আত্মীয়স্বজন। নাম দেওয়া হয়েছে আফ্রা আল-সুওয়াদি, মায়ের নামে। তুরস্ক সীমান্তের কাছেই একটি তাঁবুতে ফুফার সঙ্গে আছে সে।

মেয়েটির বয়স মাত্র দেড় সপ্তাহ। সম্প্রতি তাঁবুতে গিয়ে দেখা যায়, খলিল আল-সুওয়াদির কোলে রয়েছে আফ্রা। কম্বলে মোড়ানো, মাথায় লাল শীতের টুপি।বিদ্রোহীদের দখলে থাকা জিন্দেরিস এলাকার একটি হাসপাতাল থেকে তাকে নিয়ে এসেছেন খলিল।

আফ্রাকে উদ্ধারে অনেক সহযোগিতা করেছেন খলিল। তিনি বলেন, ‘যেদিন তারা আমাদের বলেছিল, আমরা তাকে পেতে পারি, সেদিন আমি খুব আনন্দিত হয়েছিলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’ আফ্রা যখন বড় হবে তখন তাকে মা-বাবা ও তার বীরত্বের কাহিনি জানাবেন খলিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত