Ajker Patrika

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ

এএফপি, পুত্রজায়া
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ

করোনা মোকাবিলায় সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ উঠেছে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের রাজনৈতিক দল বারসাতুর বিরুদ্ধে। এ অভিযোগের পর গতকাল বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।

মুহিউদ্দিন ইয়াসিন ২০২০ ও ২০২১ সালে ১৭ মাস দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। সে সময় দেশটিতে করোনার সংক্রমণ ছিল ভয়াবহ। বর্তমানে বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

তবে মুহিউদ্দিনকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা জানায়নি এমএসিসি। এর আগে গত বুধবার সাবেক এ প্রধানমন্ত্রী ফেসবুক পোস্টে জানান, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তিনিও জানাননি কেন ডাকা হয়েছে। এরপর গতকাল এমএসিসির কার্যালয়ে যান তিনি।

 বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি মুহিউদ্দিন।

বিভিন্ন অভিযোগের পর গত মাসেই মুহিউদ্দিনের দল বারসাতুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে এমএসিসি। ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দলটির দুই নেতাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...