Ajker Patrika

তাইওয়ানকে ঘিরে চীনের ৭০টি জেট

আজকের পত্রিকা ডেস্ক
Thumbnail image

তাইওয়ানকে ঘিরে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ান ও আশপাশের জলসীমায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে নির্ভুল হামলার অনুশীলন করতে দেখে গেছে চীনা বাহিনীকে।

গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের প্রতিক্রিয়ায় তিন দিনের এই মহড়া চালাচ্ছে চীন। বেইজিং একে কঠোর হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে। বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ৭০টি চীনা জেটকে দ্বীপটির চারপাশে উড়তে দেখা গেছে। ৪৫টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে। এই রেখা চীন ও তাইওয়ানকে বিভক্ত করেছে। সেখানে চীনের ১১টি যুদ্ধজাহাজও ছিল।

‘যৌথ শোর্ড’ নামের বেইজিংয়ের এই অভিযান আজ সোমবার পর্যন্ত চলবে। তাইওয়ানের কর্মকর্তারা এ মহড়ার বিষয়ে ক্ষোভ জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন সাই গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে বৈঠক করেন। এরপর এই অঞ্চলে নতুন করে উত্তেজনা শুরু হলো।

এদিকে তাইওয়ানকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি থেকে বিরত থাকতে চীনকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, বেইজিংয়ের পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং জাতীয় নিরাপত্তা প্রতিশ্রুতি পূরণের জন্য যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সম্পদ ও সক্ষমতা রয়েছে বলেও এই মুখপাত্র উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত